Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Anthony Fauci

ফাউচির ইমেলেও উহান নিয়ে প্রশ্ন

তথ্যের অধিকার আইনে সম্প্রতি সরকারের কাছে করোনাভাইরাসের উৎস সম্পর্কে জানতে চেয়েছিল আমেরিকার তিনটি সংবাদ সংস্থা।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ০৬:০৫
Share: Save:

উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারে, এই আশঙ্কার কথা প্রথম জানিয়েছিলেন এক চিনা ভাইরোলজিস্ট। কিন্তু সম্প্রতি আমেরিকার শীর্ষস্থানীয় সংক্রমণ-রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচির বেশ কিছু ইমেল প্রকাশ্যে আসতে দেখা যাচ্ছে, তাঁরাও বহু আগে থেকে এই সন্দেহ করেছিলেন। সেই ইমেল প্রসঙ্গে চিনা গবেষক লি-মে‌ ইয়ান বলেছেন, ‘‘তা হলে গোড়া থেকেই আমার অনুমান ঠিক ছিল!’’

তথ্যের অধিকার আইনে সম্প্রতি সরকারের কাছে করোনাভাইরাসের উৎস সম্পর্কে জানতে চেয়েছিল আমেরিকার তিনটি সংবাদ সংস্থা। জবাবে ফাউচি-র ৩ হাজার পাতার ইমেল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। গত বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ফাউচির পাঠানো সেই সব ইমেলে দেখা দিয়েছে, তখন থেকেই করোনা সংক্রমণের উৎস সম্পর্কে বেশ কিছু বিষয় জানতে পেরেছিলেন তিনি। কিন্তু সব জানা সত্ত্বেও চুপ ছিলেন।

চিনা গবেষক ইয়ান আগে বলেছিলেন, বেজিং পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ফাউচির ইমেল প্রসঙ্গে ইয়ান বলেন, ‘‘এখন আন্তর্জাতিক স্তরেও এই তত্ত্ব উঠে আসছে। ফাউচির ইমেলের তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ।’’ ইয়ান আরও বলেন, ‘‘অনেকেই অনেক কিছু জানেন। কিন্তু চিনা কমিউনিস্ট পার্টির জন্য মুখ বন্ধ করে রয়েছেন। ওদের সুবিধা করে দিতে, সেই সঙ্গে নিজেদের সুবিধা করতে।’’

ফাউচি অবশ্য কিছু দিন আগেই একটি আমেরিকান সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখনই কোনও সিদ্ধান্ত পৌঁছতে চাইছেন না। মাথা ফাঁকা রাখছেন। সমস্ত দিকগুলি খতিয়ে দেখতে চান। ইমেল প্রসঙ্গে বলেন, ‘‘ওই সব ইমেলে কী ছিল, মনে করতে পারছি না। তবে একটা কথা বলি— চিন ইচ্ছাকৃত ভাবে কোনও ভাইরাস তৈরি করে তা ছড়িয়েছে, তার পর সেটা নিজেদের দেশের মানুষ-সহ গোটা বিশ্ববাসীকে মারছে, এতটা ভাবতে পারছি না।’’ উহান-রহস্যের তদন্ত ক্রমশই শিরোনামে উঠে আসছে। তবে গোটা বিশ্বের নজর এখনও টিকাকরণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আজ জানিয়েছে, গোটা পৃথিবীতে যদি ২০০ কোটি ডোজ় টিকাবণ্টন হয়ে থাকে, তার ৬০ শতাংশ পেয়েছে আমেরিকা, ভারত ও চিন। তবে হু এ-ও জানিয়েছে, এই তিন দেশে ব্যবহৃত ৬০ শতাংশ টিকা নিজেদের দেশেই তৈরি।

বিশেষজ্ঞদের মতে, গোটা বিশ্বে টিকাকরণের গতি বাড়াতে অবিলম্বে প্রতিষেধকের উৎপাদন বাড়ানো প্রয়োজন। এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তাঁরা বিশ্বের প্রথম দেশ, যাঁরা নিজেদের ভ্যাকসিন স্পুটনিক-ভি তৈরির প্রযুক্তি গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে তৈরি।

অন্য বিষয়গুলি:

coronavirus Anthony Fauci
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE