Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Fact Check

জাল স্যানিটাইজার চক্র ধরা পড়েছে এ দেশে? ভাইরাল ছবি সত্যি না মিথ্যে?

ছবিগুলি ভুয়ো নয়। এই ঘটনা সত্যি হলেও তা ভারতের নয়।

বাজেয়াপ্ত হাজার হাজার জাল স্যানিটাইজার! ভাইরাল হয়েছে এই ছবি।

বাজেয়াপ্ত হাজার হাজার জাল স্যানিটাইজার! ভাইরাল হয়েছে এই ছবি।

ঋত্বিক দাস
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১৭:২৪
Share: Save:

কী ছড়িয়েছে?

কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে কয়েক ড্রাম ভর্তি নীল রং করা তরল। ঝুড়িতে ঝুড়িতে ডাঁই করে রাখা বোতল, যাতে ভরা রয়েছে নীল রঙের তরল জাতীয় কিছু। ছবিতে দেখা যাচ্ছে, ড্রামগুলির পাশে বসে দুই ব্যক্তি। পিছনে দাঁড়িয়ে আরও দু’জন। এই ছবিগুলি শেয়ার করে বলা হয়েছে, ‘‘নকল স্যানিটাইজার তৈরি করে দেশের সেবা করা দেশপ্রেমী মৌলবীরা।’’

কোথায় ছড়িয়েছে?

ফেসবুক এবং টুইটারে বহু অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই পোস্ট, যেগুলি আবার শেয়ার এবং রিটুইটও হয়েছে অসংখ্য বার।

ফেসবুক এবং টুইটারে বহু অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই পোস্ট।

এই তথ্য কী সঠিক?

ছবিগুলি ভুয়ো নয়। এই ঘটনা সত্যি হলেও তা ভারতের নয়।

সত্যি কী এবং আনন্দবাজার কী ভাবে তা যাচাই করল?

ভাইরাল হওয়া ছবিগুলি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের।

ভাইরাল হওয়া পোস্টের একটি ছবিতে পিছনে দু’জন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রথম জনের কালো জ্যাকেটের বাঁ দিকে, বুকের কাছে ইংরেজিতে লেখা RAB।

পিছনে দাঁড়িয়ে থাকা ব্যাক্তির জ্যাকেটে লেখা ‘RAB’ অর্থাৎ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

RAB অর্থাৎ বাংলাদেশ পুলিশ অপরাধ ও সন্ত্রাস দমন বাহিনী– র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গুগ্লে ‘নকল স্যানিটাইজার বাংলাদেশ র‍্যাব’ লিখে সার্চ করা হয়। তাতে বেশ কিছু বাংলাদেশি নিউজ পোর্টালের প্রতিবেদন দেখা যায়। সেখান থেকে সামনে আসে গোটা ঘটনাটা।

গত ৩ এপ্রিল রূপগঞ্জের একটি বেআইনি কারখানায় অভিযান চালায় র‍্যাব। উদ্ধার হয় দেড় হাজার লিটার অ্যালকোহল এবং ১৮০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার। আটক করা হয় কারখানার মালিক জামাল মিঞাকে।

গুগল সার্চে উঠে আসা বিভিন্ন বাংলাদেশি ওয়েবসাইটে গত ৩ এপ্রিলের সেই প্রতিবেদন।

ফলে বোঝাই যাচ্ছে কী ভাবে বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনাকে এ দেশের বলে ভাইরাল করে সাম্প্রদায়িক বার্তা ছড়ানো হচ্ছিল।

হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে যা-ই দেখবেন, তা-ই বিশ্বাস করবেন না। শেয়ারও করে দেবেন না। বিশেষত এই আতঙ্কগ্রস্ত অবস্থায় তো তো নয়ই। এ ভাবেই ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। যাচাই করুন। কোনও খবর, তথ্য, ছবি বা ভিডিয়ো নিয়ে মনে সংশয় দেখা দিলে আমাদের জানান এই ঠিকানায় feedback@abpdigital.in

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE