আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। ছবি: রয়টার্স।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দমননীতি এবং একাধিপত্যের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে ভারত এবং আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর করে দেশে ফিরে আসার পরে আজ দিল্লিতে এই মর্মে স্বর চড়ালেন আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। চিনকে নিশানা করে তিনি বলেন, “যারা কেবল নিজেদের স্বার্থের জন্য বল প্রয়োগ করে থাকে, আমরা তাদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াব। আমরা একজোট হয়ে এমন এক শক্তি তৈরি করব, যা সুস্থিতি দেবে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক সঙ্কটের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”
গারসেট্টির কথায়, “ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং ভারত মহাসাগরে আমরা একযোগে জাহাজ পাঠাতে পারি, যাতে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্ছিদ্র থাকে। এ ছাড়া ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাতে আকাশপথেও স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, সে জন্য আমরা বিমানবাহিনীও যৌথ ভাবে নিযুক্ত করতে পারি। সাহারা থেকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলির মানবিক সঙ্কটেও একযোগে সাড়া দিতে পারি।” দেশে যখন প্রধানমন্ত্রীর সফরে ভারতের কেনা ড্রোনগুলির মান নিয়ে প্রবল সমালোচনা শুরু করেছেন বিরোধীরা, তখন নয়াদিল্লিতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতের কথায়, “ভারত এবং আমেরিকার স্বপ্ন একই মুদ্রার দু’পিঠ।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy