Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Egypt

Live TV Execution: বিয়ের প্রস্তাব ফেরানোয় বান্ধবীকে খুন, তরুণের ফাঁসি লাইভ দেখাতে চায় মিশরের আদালত

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই নায়রাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে আদেল। গত ২৮ জুন তাঁকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

মহম্মদ আদেল।

মহম্মদ আদেল। — নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
কায়রো শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৭:৫৫
Share: Save:

বিশ্ববিদ্যালয়ের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বান্ধবী প্রস্তাব ফেরানোয় তাঁকে খুন করেন ২১ বছরের মহম্মদ আদেল। বিচারে তাঁর ফাঁসির আদেশ দেয় আদালত। এ বার আদেলকে ফাঁসি দেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে দেশের যুব সমাজকে বার্তা দিতে চায় মিশর।

সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, মিশরের মানসৌরা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে পড়াশোনা করতেন আদেল ও নায়েরা আশরফ। আদেল নায়েরাকে বিয়ের প্রস্তাব দেন। নায়েরা প্রস্তাব ফেরাতেই তাঁকে খুন করেন আদেল। আদালত গত ২৮ জুন তাঁকে মৃত্যুদণ্ড দেয়। এ বার মানসৌরা আদালত দেশের পার্লামেন্টে আবেদন জানিয়েছে, যাতে আদেলের মৃত্যুদণ্ড টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। লক্ষ্য, দেশের তরুণ প্রজন্মকে আগামী দিনে এই কাজ থেকে বিরত রাখা।

মৃত্যুদণ্ডের আদেশকে চ্যালেঞ্জ করার কথা ভাবছেন আদেলের আইনজীবী। তিনি জানিয়েছেন, হাতে এখনও ৬০ দিন সময় আছে। তার মধ্যে উচ্চ আদালতে যাব।

অন্য বিষয়গুলি:

Egypt death sentence TV
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE