মহম্মদ আদেল। — নিজস্ব চিত্র।
বিশ্ববিদ্যালয়ের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বান্ধবী প্রস্তাব ফেরানোয় তাঁকে খুন করেন ২১ বছরের মহম্মদ আদেল। বিচারে তাঁর ফাঁসির আদেশ দেয় আদালত। এ বার আদেলকে ফাঁসি দেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে দেশের যুব সমাজকে বার্তা দিতে চায় মিশর।
সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, মিশরের মানসৌরা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে পড়াশোনা করতেন আদেল ও নায়েরা আশরফ। আদেল নায়েরাকে বিয়ের প্রস্তাব দেন। নায়েরা প্রস্তাব ফেরাতেই তাঁকে খুন করেন আদেল। আদালত গত ২৮ জুন তাঁকে মৃত্যুদণ্ড দেয়। এ বার মানসৌরা আদালত দেশের পার্লামেন্টে আবেদন জানিয়েছে, যাতে আদেলের মৃত্যুদণ্ড টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। লক্ষ্য, দেশের তরুণ প্রজন্মকে আগামী দিনে এই কাজ থেকে বিরত রাখা।
মৃত্যুদণ্ডের আদেশকে চ্যালেঞ্জ করার কথা ভাবছেন আদেলের আইনজীবী। তিনি জানিয়েছেন, হাতে এখনও ৬০ দিন সময় আছে। তার মধ্যে উচ্চ আদালতে যাব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy