টাকা রোজগারের জন্য বিদেশ পাড়ি দিয়েছিলেন। সেখানেই লটারিতে জিতে রাতারাতি কোটিপতি হলেন এক ভারতীয়। জ্যাকটপট জিতে ভাগ্য ফিরেছে অজয় অগুলা নামে এক ভারতীয় চালকের। ৪ বছর আগে রুজিরুটির জন্য দুবাই গিয়েছিলেন।
দুবাইয়ে লটারি কেটেই বাজিমাত করলেন ওই যুবক। জিতলেন ১৫ মিলিয়ন দিরহাম। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩৩ কোটি টাকা। একটা লটারির টিকিট কেটে যে একসঙ্গে এত টাকা পাবেন, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি ওই যুবক। তাঁর কথায়, ‘‘বিশ্বাসই হচ্ছে না যে জ্যাকপট জিতেছি।’’
আরও পড়ুন:
দক্ষিণ ভারতের এক গ্রামের বাসিন্দা অজয়। তবে ভারতের ঠিক কোন রাজ্যের বাসিন্দা তিনি, তা জানা যায়নি। বর্তমানে দুবাইয়ে একটি অলঙ্কার সংস্থার চালক হিসাবে কাজ করেন। মাসে তাঁর রোজগার ৩২০০ দিরহাম। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৭১ হাজার টাকা।
হঠাৎ করে পাওয়া এত টাকা নিয়ে কী করবেন, তা মনস্থির করেছেন ওই যুবক। তিনি জানিয়েছেন, দাতব্য কেন্দ্র তৈরি করবেন। যা তাঁর গ্রামের বাসিন্দাদের আপদে-বিপদে পাশে দাঁড়াবে।
আরও পড়ুন:
অজয় যে রাতারাতি কোটিপতি হয়েছেন, তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তাঁর পরিবারের সদস্যরা। তবে তাঁর লটারি জেতার খবর প্রকাশ্যে এসেছে। এই খবর পাওয়ার পরই তাঁর পরিবারের সদস্যরা বিশ্বাস করবেন বলে আশা যুবকের।