Advertisement
০৮ নভেম্বর ২০২৪
US Presidential Election 2024

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম নিয়োগ ট্রাম্পের, প্রচার পরামর্শদাত্রী বড় পদ পাচ্ছেন হোয়াইট হাউসে

সুসির পরামর্শেই নির্বাচনের প্রচার কৌশল ঠিক করেছিলেন ট্রাম্প। নির্বাচিত প্রেসিডেন্টের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, প্রচারপর্বে ট্রাম্পকে সময়ানুবর্তী এবং নিয়মনিষ্ঠ করে তুলতে অনেকটাই সফল সুসি।

(বাঁ দিকে) সুসি ওয়াইলস এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) সুসি ওয়াইলস এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১০:২৫
Share: Save:

প্রেসিডেন্ট নির্বাচনে জেতানোর ‘পুরস্কার’। প্রচার পরামর্শদাত্রী সুসি ওয়াইলসকে নতুন দায়িত্ব দিয়ে হোয়াইট হাউসে নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সুসি ওভাল অফিসের ‘চিফ অফ স্টাফ’ পদে নিযুক্ত হচ্ছেন। তাঁর কাজ হবে বাকি প্রশাসনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসূত্র তৈরি করা। ট্রাম্পের ভাবনা প্রশাসনিক স্তরে রূপায়িত হচ্ছে কি না, তা-ও নজরে রাখবেন তিনি। প্রসঙ্গত, এই প্রথম হোয়াইট হাউসের ‘চিফ অফ স্টাফ’ পদে কোনও মহিলাকে নিযুক্ত করা হল।

মূলত সুসির পরামর্শেই নির্বাচনের সময় নিজের প্রচার কৌশল ঠিক করেছিলেন ট্রাম্প। নির্বাচিত প্রেসিডেন্টের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, প্রচারপর্বে ট্রাম্পকে সময়ানুবর্তী এবং নিয়মনিষ্ঠ করে তুলতে অনেকটাই সফল হয়েছিলেন সুসি। ফ্লরিডানিবাসী এই প্রচারকৌশলী দীর্ঘ দিন ধরেই রিপাবলিকান পার্টির হয়ে কাজ করেন। ১৯৮০ সালে রোনাল্ড রেগনের আমলেও প্রচার কৌশল নির্ধারণের দায়িত্বে ছিলেন তিনি।

যদিও বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালবাসেন সুসি। বুধবার জয় নিশ্চিত হওয়ার পরে ফ্লরিডায় ট্রাম্প যখন বিজয়-ভাষণ দিচ্ছেন, তখন শত অনুরোধেও মঞ্চে ভাষণ দিতে রাজি হননি সুসি। তবে তাঁর কৃতিত্বের কথা স্বীকার করে ট্রাম্প একটি লিখিত বিবৃতিতে বলেন, “উনি খুব শ্রদ্ধাশীল, উদ্ভাবনী শক্তিসম্পন্ন মানুষ।” একই সঙ্গে ট্রাম্প জানান, আমেরিকাকে ফের শ্রেষ্ঠ করে তুলতে নিরলস ভাবে কাজ চালিয়ে যাবেন সুসি। ট্রাম্প অনুগামীদের একাংশের বক্তব্য, তখনই বোঝা গিয়েছিল সুসি বড় পদ পেতে চলেছেন।

অন্য বিষয়গুলি:

Donald Trump White House
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE