ফের কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, পুনরায় ভোটে জিততে কানাডার পণ্যে আমেরিকার শুল্ক চাপানোর বিষয়টিকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছেন ট্রুডো। বিষয়টি দেখে তিনি ‘খুব মজা’ পাচ্ছেন বলেও খোঁচা দিয়েছেন ট্রাম্প।
দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরই প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকোর উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। কানাডা থেকে আসা পণ্যের উপর আমেরিকায় ২৫ শতাংশ শুল্ক ধার্য করার কথা জানান। মঙ্গলবার (স্থানীয় সময়) মধ্যরাত থেকেই নতুন হারে শুল্ক কার্যকর করা হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। যদিও আপাতত কানাডা থেকে আমদানিকৃত পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত আগামী ২ এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে তারা। তবে জ্বালানি পণ্যের উপর ১০ শতাংশ আমদানি শুল্ক বলবৎ রয়েছে।
সমাজমাধ্যমে ট্রুডোকে আক্রমণ করে ট্রাম্প লেখেন, “আমায় বিশ্বাস করুন বা না-করুন, উনি (ট্রুডো) কানাডার জন্য দারুণ কাজ করেছেন। কিন্তু আমার মনে হয় উনি শুল্ক-সমস্যাকে ফের প্রধানমন্ত্রী হওয়ার কাজে ব্যবহার করছেন। দেখে খুব মজা পাচ্ছি।”
আরও পড়ুন:
কানাডার উপর ট্রাম্পের শুল্ক চাপানোর নেপথ্যে অন্যতম বড় কারণ ছিল ফেন্টানাইল। এই মাদকটি ব্যথার উপশমের ক্ষেত্রে মরফিনের তুলনায় বহু গুণ শক্তিশালী। ট্রাম্পের অভিযোগ ছিল, কানাডা হয়ে এই মাদক আমেরিকায় প্রবেশ করছে। ট্রুডো যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তাঁর বক্তব্য ছিল, আমেরিকায় যত ফেন্টানাইল রয়েছে, তার মাত্র এক শতাংশই কানাডা থেকে গিয়েছে।
অন্য দিকে, গত ১০ বছর প্রধানমন্ত্রী থাকার পরে চলতি মাসেই ইস্তফা দিতে চলেছেন ট্রুডো। আগামী ৯ মার্চ ট্রুডোর দল লিবারাল পার্টি নতুন নেতা নির্বাচিত করবে, যিনি পরবর্তী প্রধানমন্ত্রী। কানাডার পণ্যের উপর ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন, তা আচমকা স্থগিত করার সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন ট্রুডো। সঙ্গে কানাডাবাসীকে সতর্ক করে এ-ও জানিয়েছেন যে, ভবিষ্যতে আরও কঠিন সময়ের মুখোমুখি হতে হবে তাঁদের।