Advertisement
২২ জানুয়ারি ২০২৫

জনসনকে শুভেচ্ছা, ইরানের হুঁশিয়ারিও

সমুদ্র-আইন ভঙ্গের অভিযোগে গত শুক্রবার হরমুজ় প্রণালীতে ব্রিটেনের ট্যাঙ্কার আটক করেছিল ইরানের রেভোলিউশনারি গার্ড।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৪:৪৬
Share: Save:

ট্যাঙ্কার-তরজা চলছেই। এরই মধ্যে আজ ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হল বরিস জনসনের। কূটনৈতিক সৌজন্য দেখিয়ে টুইটারে তাঁকে অভিনন্দন জানালেন ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জ়ারিফ। সঙ্গে জুড়লেন, ‘‘ইরান বিবাদ চায় না। কিন্তু পারস্য উপসাগরের উপর আমাদের যে অধিকার রয়েছে, সেটা যে কোনও মূল্যে আমরা রক্ষা করব।’’

সমুদ্র-আইন ভঙ্গের অভিযোগে গত শুক্রবার হরমুজ় প্রণালীতে ব্রিটেনের ট্যাঙ্কার আটক করেছিল ইরানের রেভোলিউশনারি গার্ড। অনেকেই বলছেন, চলতি মাসের গোড়ায় জিব্রাল্টার প্রণালীতে ব্রিটেন তাদের ট্যাঙ্কার আটক করেছিল বলেই এই ‘প্রতিশোধ।’ এ নিয়ে চাপান-উতোর চলছেই। ইরান অবশ্য এ দিনও দাবি করেছে, আটক করার আগে তারা সতর্কবার্তা পাঠিয়েছিল।

জাহাজে আটক ২৩ জন কর্মীর মধ্যে ১৮ জন ভারতীয়। এঁদের মুক্তির ব্যাপারে টানা কথা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। এ দিন ইরানের সরকারি সংবাদমাধ্যম কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করে জানিয়েছে, জাহাজের সব কর্মীই নিরাপদে এবং সুস্থ আছেন। ট্যাঙ্কার-সঙ্কট কাটাতে শীঘ্রই জোটসঙ্গী দেশগুলির সঙ্গে তারা বৈঠকে বসবে বলে জানিয়েছে ইরান।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Boris Johnson Iran Britain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy