Advertisement
০৫ নভেম্বর ২০২৪

তুতেনখামেনের ‘চোরাই’ মূর্তিই কি নিলাম লন্ডনে!

তুতেনখামেনের শুধু মাথার অংশের ওই ১১ ইঞ্চির ‘চোরাই’ মূর্তিটির বিক্রি ঠেকাতে জুন মাস থেকে নিলাম সংস্থা ও ব্রিটিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়ে আসছিল লন্ডনে নিযুক্ত মিশরীয় দূতাবাস।

তুতেনের সেই মূর্তি। রয়টার্স

তুতেনের সেই মূর্তি। রয়টার্স

সংবাদ সংস্থা
কায়রো শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৯ ০২:৩২
Share: Save:

মিশরের দাবি, প্রায় পঞ্চাশ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মূর্তি। তাদের প্রবল আপত্তি সত্ত্বেও ‘বালক রাজা’ তুতেনখামেনের প্রায় তিন হাজার বছরের প্রাচীন সেই মূর্তিই বৃহস্পতিবার ৬০ লক্ষ ডলারে বিক্রি হয়ে গেল লন্ডনের নিলামে। এবং এর জেরে বিতর্কে জড়াল নিলাম সংস্থা ক্রিস্টিজ়-ও। তুতেনখামেনের শুধু মাথার অংশের ওই ১১ ইঞ্চির ‘চোরাই’ মূর্তিটির বিক্রি ঠেকাতে জুন মাস থেকে নিলাম সংস্থা ও ব্রিটিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়ে আসছিল লন্ডনে নিযুক্ত মিশরীয় দূতাবাস। নিলাম স্থগিত রাখতে বুধবারই যৌথ বিবৃতি দিয়েছিল মিশরের বিদেশ এবং পুরাতত্ত্ব মন্ত্রক। তাদের দাবি ছিল, ক্রিস্টিজ় যে হেতু এই মূর্তির মালিকানা নিশ্চিত করতে পারেনি, তাই এর নিলামও অবৈধ। ক্রিস্টিজ়-এর পাল্টা দাবি, মিশরের এই অভিযোগ ভিত্তিহীন। বছরের পর বছর ধরে মূর্তিটি যখন প্রদর্শনের জন্য জনসমক্ষে রাখা হয়েছিল, মিশর তখন কেন আপত্তি তোলেনি— সে প্রশ্নও রেখেছে নিলাম সংস্থাটি।

অন্য বিষয়গুলি:

Christie's Tutankhamun Egypt Sculpture
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE