মোগাদিশুতে ভয়াবহ জঙ্গি হানা। ছবি: টুইটার
ফের ভয়ঙ্কর জঙ্গি হানা। এ বার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ভিড় ঠাসা রাস্তায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৬১ জনের। আহত শতাধিক। মনে করা হচ্ছে, আল কায়দা ঘনিষ্ঠ আল শবাব জঙ্গি গোষ্ঠীই এই হামলা চালিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
মোগাদিশুর পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা কর আদায় কেন্দ্রের কাছাকাছি বিস্ফোরণটি ঘটে। তখন শহর জুড়েই ছিল ব্যস্ততা। মুহূর্তেই কান ফাটানো আওয়াজে কেঁপে ওঠে গোটা শহর। মুহূর্তেই বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। বিস্ফোরণের কবলে পড়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটি বাস। নিহতের মধ্যে রয়েছেন সোমালিয়ার কয়েক জন পুলিশকর্মীও। নিহতদের তালিকায় রয়েছেন তুরস্কের দুই নাগরিকও।
Suicide-bomber driving a car laden with explosives detonates at #Mogadishu’s Ex-control Afgoye. Casualties of this horrific blast is yet to clarify. #Somalia. pic.twitter.com/BaHeG44zV2
— Bashiir Maxmud (@BashiirMaxmud) December 28, 2019
বিস্ফোরণের প্রাথমিক ধাক্কা কাটতেই শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শহরের মেয়রের দাবি, মৃতের সংখ্যা ৯০। তবে, অ্যাম্বুল্যান্স পরিষেবা সূত্রে জানা গিয়েছে মৃতের সংখ্যা ৬১। তবে তা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: ইতিহাস কংগ্রেসের মঞ্চে রাজ্যপালের ‘রাজনীতি’ থামালেন ইরফান হাবিব
আরও পড়ুন: রাজ্যপালকে চিঠি দিলেন মমতা, ধনখড় বললেন ‘গণতন্ত্রে এটাই কাম্য’
মনে করা হচ্ছে এই হামলার পিছনে আল কায়দা ঘনিষ্ঠ আল শবাব জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে। এর আগে ছোটখাটো হামলা হলেও, সাম্প্রতিক কালে বড় হামলা বলতে এটাই। এ দিনের ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy