Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Venice

নৌকা ভাঙতে ভাঙতে জনবহুল বন্দরের দিকে এগচ্ছে নিয়ন্ত্রণহারা প্রমোদতরী, দেখুন ভিডিয়ো

বিশাল এক প্রমোদতরী, ধীরে ধীরে এগিয়ে আসছে বন্দরের দিকে

মত্ত প্রমোদতরী! টুইটার ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।

মত্ত প্রমোদতরী! টুইটার ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।

সংবাদ সংস্থা
ভেনিস শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ১৪:১৩
Share: Save:

বিশাল এক প্রমোদতরী, ধীরে ধীরে এগিয়ে আসছে বন্দরের দিকে। দ্রুতগতিতে এই বিশালাকার জাহাজটা সমু্দ্রে ঢেউ পেরিয়ে এগোচ্ছে। যা সামনে আসছে, তাতেই ধাক্কা দিচ্ছে যে। আচমকাই একটা বড়সড় সংঘর্ষ। মারাত্মক একটা শব্দ, কাচের ঝন ঝন আওয়াজ।

এর পরই এগিয়ে আসা দৈত্যাকার জাহাজের রূপ দেখে প্রাণের ভয়ে দৌড়ে পালাতে শুরু করেন বন্দরের আশপাশে থাকা মানুষজন। না, হলিউডের নতুন কোনও সিনেমা নয়। বাস্তবে এমনটাই ঘটেছে। ভেনিসের বন্দরে প্রমোদতরীর সঙ্গে পর্যটকদের নৌকার ধাক্কা লেগে আহত হয়েছেন বেশ কয়েকজন।

এমএসসি অপেরা নামে এই প্রমোদতরীটি ২১০০ যাত্রীবাহী। ওজন প্রায় ৬৫ হাজার টন। এটিই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে জানায় সংবাদ সংস্থা।

আরও পড়ুন: সিংহীর মুখ থেকে ছুটে পালাল ‘মৃত’ বুনো কুকুর! ভাইরাল ভিডিয়ো​

প্রমোদতরীর সঙ্গে সংঘর্ষের পর পরই পর্যটকদের ছোট নৌকাটা উল্টে যাচ্ছিল প্রায়। শুধু নৌকায় ধাক্কা মেরেই থেমে ছিল না জাহাজটা। তার পর নোঙরের আগেও তিরের এক অংশ ভেঙে বন্দরের দিকে এগোতে থাকে সেটি। ভেনিসের সান বাসিলিও টার্মিনালে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: বিশ্বকাপে নজর কাড়ছেন এই সুন্দরী পাক ধারাভাষ্যকার, চেনেন এঁকে?

যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটনাটি ঘটেছে, প্রাথমিক তদন্তে অনুমান এমনটাই। টার্মিনালে নোঙর করা পর্যটক নৌকা রিভার কাউন্টেসের গায়ে ধাক্কা দিয়ে থেমে যায় প্রমোদতরীটি। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বিপদসংকেতের শব্দে সরগরম হয়ে ওঠে এলাকা।

অন্য বিষয়গুলি:

Accident Calamities Venice Cruiseship Video Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy