Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
Coronavirus

করোনায় ভয় নেই কমবয়সিদের? হু কী বলছে দেখে নিন

সমাজের স্বার্থে কোনও ঝুঁকি নেওয়া উচিত নয় বলে জানিয়েছে হু প্রধান।

করোনা নিয়ে ফের সতর্কবার্তা হু-র। ছবি: এএফপি।

করোনা নিয়ে ফের সতর্কবার্তা হু-র। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ১৫:৩২
Share: Save:

উন্নত চিকিৎসা পরিকাঠামো থাকা সত্ত্বেও নোভেল করোনার প্রকোপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিশ্বের তাবড় দেশগুলি। এমন পরিস্থিতিতে যুব সমাজের উদ্দেশে বিশেষ বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা জানিয়েছে, নোভেল করোনায় আক্রান্তদের মধ্যে বয়স্কদের সংখ্যা বেশি হলেও, অল্পবয়সি ছেলেমেয়েরা অজেয়, এমন ভাবার কোনও কারণ নেই। বরং সমাজের স্বার্থে তাঁদেরও কোনও ঝুঁকি নেওয়া উচিত নয়।

নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত বিশ্বে ৯ হাজার ৮৪০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৭৩ জন। তা নিয়ে এ দিন জেনেভা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিশ্বকে বার্তা দেন হু প্রধান টেড্রস অ্যাডহ্যানোম ঘেব্রিয়েসাস। সেখানে যুব সমাজকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, সব প্রজন্মের মধ্য সংহতি রক্ষাই এই অতিমারি রোখার একমাত্র চাবিকাঠি।

এ দিন টেড্রস বলেন, ‘‘আজ যুবসমাজকে বার্তা দিতে চাই আমি। বলতে চাই, আপনারা কেউ অজেয় নন। এই ভাইরাসে আক্রান্ত হলে সপ্তাহের পর সপ্তাহ আপনাদেরও হাসপাতালে থাকতে হতে পারে। এমনকি, মৃত্যু পর্যন্ত হতে পারে।’’

আরও পড়ুন: বিশ্বে মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই, দেশে আক্রান্ত বেড়ে ২৫৯: করোনা আপডেট এক নজরে​

আরও পড়ুন: কলকাতায় নেমে কোথায় গেলেন ১৪,০০০ বিদেশি?​

খুব প্রয়োজন না পড়লে, এই অবস্থায় সকলকে বাড়ি থেকে না বেরনোরই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সং‌ক্রমণ রুখতে হলে এ ছাড়া উপায় নেই বলে জানান টেড্রসও। তাঁর কথায়, ‘‘নিজে অসুস্থ না হলেও, এই পরিস্থিতিতে আপনার বাইরে যাওয়ার বেরনোর উপর অন্য কারও জীবন-মৃত্যু নির্ভর করছে। ভাইরাস ছড়ানোর বদলে অনেকে পরিস্থিতির গুরুত্ব বুঝছেন এবং এই বার্তা সকলের কাছে পৌঁছে দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ।’’

করোনার জেরে মৃত্যুর নিরিখে সম্প্রতি চিনকেও ছাপিয়ে গিয়েছে ইটালি। সেখানে এখনও পর্যন্ত ৪ হাজার ৩২ জন প্রাণ হারিয়েছেন। সেখানে আক্রান্তের সংখ্যাও ৫০ হাজার ছুঁইছুঁই। হু-র জরুরি বিভাগের ডিরেক্টর মাইকেল রায়ান জানিয়েছেন, ইটালিতে এখনও পর্যন্ত যত জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের প্রতি তিন জনের মধ্যে দু’জনের বয়সই ৭০-এর আসেপাশে।

অন্য বিষয়গুলি:

Coronavirus WHO Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy