ছবি: রয়টার্স।
বিশ্বে প্রথম কোভিড টিকা নিয়ে ইতিহাস গড়েছেন ব্রিটেনের মার্গারেট কিনান। তবে গত ৮ ডিসেম্বরের ওই ঘটনাকে স্রেফ ভুয়ো খবর বলে উড়িয়ে দিচ্ছেন নেটাগরিকদের একাংশ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অজস্র তত্ত্ব খাড়া করেছেন তাঁরা। তাঁদের দাবি, ২০০৮-এ মারা গিয়েছেন মার্গারেট। মার্গারেট সেজে প্রথম কোভিড টিকা নেওয়ার অভিনয় করেছিলেন লিজ স্কট নামের এক ক্রাইসিস অ্যাক্টর। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি ফাইজারের তৈরি প্রথম কোভিড টিকা নেওয়ার ঘটনা পুরোপুরিই সাজানো? সত্যাসত্য বিচারের অপেক্ষায় না থেকেই গোটা তত্ত্বটাই ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
নিজেদের পক্ষে যুক্তি দিতে গিয়ে নেটাগরিকদের একাংশ লিজ স্কটের পেশা নিয়েও সবিস্তার বিবরণ দিয়েছেন। পেশায় অভিনেতা তথা মডেল লিজের সুনাম রয়েছে পুলিশ, দমকল বাহিনী বা মেডিক্যাল কর্মীদের জন্য ক্রাইসিস অ্যাক্টর হিসেবে অভিনয়েরও। জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীরা বিপর্যয় মোকাবিলার প্রস্তুতির অঙ্গ হিসেবে যে মহড়া চালান, তাতে পীড়িত বা আক্রান্তের ভূমিকায় অভিনয় করেন লিজের মতো ক্রাইসিস অ্যাক্টররা।
ফাইজারের টিকাকরণকে ভুয়ো বলে, তা প্রমাণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিরও কোলাজ তুলে ধরেছেন নেটাগরিকরা। তার একটিতে রয়েছে সেপ্টেম্বরের কোভিড টিকা বিরোধী ট্রাফালগর স্কোয়্যারের বিক্ষোভের একটি ছবি। তাতে দেখা গিয়েছে, মধ্য লন্ডনের ওই বিক্ষোভের সময় একটি মহিলা চেয়ার থেকে পড়ে যাচ্ছেন। ওই মহিলাকেই লিজ বলে দাবি করেছেন বহু নেটাগরিক। সেই ছবি তুলে তাঁদের দাবি, এই মহিলাই মার্গারেটের ভূমিকায় অভিনয় করেছেন। ওই বিভোক্ষের সময় পড়ে যাওয়া মহিলা, লিজ এবং মার্গারেটের কোলাজ করা ছবি শেয়ার করে এক ফেসবুক ইউজার লিখেছেন, ‘লিজ স্কটের সঙ্গে পরিচয় করুন। এক জন নামকরা ক্রাইসিস অ্যাক্টর। কোভিড টিকা নেওয়ার পর নিজের পরিচিত ইলুমিনাতি হ্যান্ড সাইনও দেখাচ্ছেন। আজ তিনি ৯০ বছরের মার্গারেট কিনানের ভূমিকায় অভিনয় করলেন, যিনি ২০০৮-এ মারা গিয়েছেন। কিন্তু দেখুন টিভিতে লাইভ দেখাচ্ছে, তিনি প্রথম কোভিড ভ্যাকসিন নিচ্ছেন’।
আরও পড়ুন: ঘণ্টাখানেক ধরে বিপর্যস্ত গুগল, বন্ধ ছিল জিমেল, ইউটিউব
তবে কি সোশ্যাল মিডিয়ায় এই তত্ত্বই সঠিক? গোটা ঘটনা নিয়ে তদন্তে নেমে একটি সর্বভারতীয় মিডিয়া ‘ইন্ডিয়া টুডে’-র রিপোর্টে পাল্টা দাবি, প্রথম কোভিড টিকা নিয়ে এই তত্ত্ব একেবারেই ভিত্তিহীন।
ওই রিপোর্ট জানিয়েছে, ইউনাইটেড কিংডম ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস)-এর তথ্য ঘেঁটে দেখা গিয়েছে, জুয়েলারি স্টোরের অ্যাসিন্টান্ট পদ থেকে বছর চারেক আগে অবসর নিয়েছিলেন মার্গাররেট। ৮ ডিসেম্বর টিকা নেওয়ার পরও বহু লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। ফলে ২০০৮-এ তাঁর মৃত্যুর খবরটাই আসলে ভুয়ো।
আরও পড়ুন: সাধারণ মানুষ করোনা টিকা পাবেন কী ভাবে? নির্দেশিকা জারি করল কেন্দ্র
তবে কি লিজের সঙ্গে মার্গারেটের মুখের মিল রয়েছে বলেই নেটাগরিকদের একাংশ ভুল করে এই তত্ত্ব খাড়া করেছেন? এ নিয়ে ‘স্টারনাও’ নামে একটি কাস্টিং এজেন্সি থেকে লিজ এবং মার্গারেটের ছবি তুলনা করলেও অমিল বার হচ্ছে। ওই এজেন্সি-র ছবিতে স্পষ্ট, নবতিপর মার্গারেটের তুলনা লিজ অনেক কমবয়সি। পাশাপাশি, লিজের চোখের রং বাদামি হলেও মার্গারেটের তা ধূসর। এনএইচএস-র বেশির ভাগ টুইটে মার্গারেটের যে ছবি দেখা গিয়েছে, তাতে সব সময়েই মাস্ক পরে থাকলেও তাঁর মুখমণ্ডল পরিষ্কার বোঝা যাচ্ছে। ওই ছবির সঙ্গেও লিজের মিল নেই।
ছবির তুলনামূলক বিচার ছাড়াও ট্রাফালগার স্কোয়্যারে বিক্ষোভও এই তত্ত্বকে নস্যাৎ করছে। মার্গারেট বরাবরই কোভিড টিকার সপক্ষে বলে সংবাদমাধ্যমে জানিয়ে এসেছেন। অন্যদিকে, ২৭ সেপ্টেম্বর ওই বিক্ষোভ হয়েছিল লকডাউন তথা কোভিড টিকাকরণের বিরুদ্ধে। ফলে ওই বিক্ষোভের সময় চেয়ার থেকে পড়ে যাওয়া মহিলা যে মার্গারেট নন, তা স্পষ্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy