Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Coronavirus Lockdown

‘আমরা ছাড়া আকাশে তো আর কেউ নেই!’

আকাশ এখন কার্যত খালি। হাতে গোনা কয়েকটি বিমান উড়ে বেড়াচ্ছে, যার অধিকাংশই পণ্য-বিমান।

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

সুনন্দ ঘোষ ও বাপি রায়চৌধুরী
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ০৪:০৭
Share: Save:

রাত প্রায় সাড়ে ৮টা। প্রায় ছ’হাজার ফুট উপর থেকে ঝকঝক করছে ঢাকা বিমানবন্দরের রানওয়ের আলো।

ইউএস বাংলা উড়ান সংস্থার বিমান বিএস ১৩৮টি পণ্য নিয়ে আসছিল শ্রীহট্ট থেকে ঢাকা। দিন কয়েক আগের কথা। নিজের অবস্থানের কথা জানিয়ে ঢাকার এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের সঙ্গে নিয়ম মেনে ইংরেজিতেই যোগাযোগ করলেন বাংলাদেশি পাইলট। টাওয়ার বলল, নেমে আসার পথ পরিষ্কার। দু’হাজার ফুটে নেমে রানওয়ের লোকালাইজ়ারের (বিমান নেমে আসতে সাহায্য করার অন্যতম যন্ত্র) সঙ্গে যোগাযোগ স্থাপন করুন।

পাইলট: দু’হাজার ফুট পর্যন্ত নামার পথ পরিষ্কার। লোকালাইজ়ারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে জানাচ্ছি।

রাতের আকাশে কাছাকাছি কোথাও কোনও বিমান নেই। সেই ২৫ মার্চ থেকে সব ধরনের যাত্রী-বিমান ওড়ার উপরে নিষেধাজ্ঞা বলবৎ আছে। উড়ছে শুধু কিছু পণ্যবাহী বিমান।

নিয়মিত ঢাকায় নামাওঠা করা অভিজ্ঞ পাইলটের কাছে এ এক অচেনা দৃশ্য। নিজেকে সামলাতে পারেন না পাইলট। এ বার পরিষ্কার বাংলায় বলে উঠলেন, আমরা ছাড়া আকাশে আর কেউ নেই!

আরও পড়ুন: চণ্ডীগড়ে করোনা রোগীদের উপর ‘সেপসিভ্যাক’ প্রয়োগ শুরু

টাওয়ারে বসে যিনি পাইলটের সঙ্গে যোগাযোগ করছেন, সেই পুরুষ কণ্ঠ বলেন, তা-ই তো মনে হচ্ছে!

পাইলট: ভেরি আনইউজ়ুয়াল।

এ বার টাওয়ার থেকে ভেসে আসে এক মহিলা কণ্ঠ। মজা করে বলেন, ‘উই অলসো মিস দ্য ক্যাওস’ (নেমে আসার জন্য যোগাযোগ করা অনেক পাইলটের কণ্ঠস্বর)।

পাইলট: হ্যাঁ। কেমন যেন লাগছে।

মহিলা: সব শূন্য, শূন্য। আপনারাও বন্ধ করে দিন। তা হলে আমরাও বাড়ি চলে যাই (মজা করে)।

পাইলট: তা হলে খাব কী?

মহিলা: (হাসি) কী যে বলেন না!

এই কথোপকথনের মধ্যে বিমান নেমে আসে দু’হাজার ফুটে। যোগাযোগ স্থাপিত হয় লোকালাইজ়ারের সঙ্গে। পাইলট ফিরে যান পরিচিত বয়ানে: ‘এস্ট্যাব্লিশড লোকালাইজ়ার, রেডি টু ল্যান্ড।’

ঢাকা এটিসি-র সঙ্গে ওই বেসরকারি বিমানের পাইলটের এই কথোপকথনের একটি অংশ উঠে এসেছে ইউটিউবে। যা বিশ্বের বিমান পরিবহণের এখনকার ছবিটা যেন পরিষ্কার করে দিয়েছে।

আরও পড়ুন: ১৮ দিনেই বন্ধুত্ব শেষ! মোদীকে আনফলো করলেন ট্রাম্প

আকাশ এখন কার্যত খালি। হাতে গোনা কয়েকটি বিমান উড়ে বেড়াচ্ছে, যার অধিকাংশই পণ্য-বিমান। দেশের নিরাপত্তার দায়িত্বে যাঁরা রয়েছেন, সেই সেনাবাহিনী, নৌসেনা, বায়ুসেনা, উপকূলরক্ষী বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, গোয়েন্দা দফতরের কিছু বিমানও উড়ছে। নামার জন্য যে-বিমানবন্দরের আকাশে এসে বিমানের ভিড় লেগে থাকত, বিরক্ত পাইলটকে আকাশে চক্কর কাটতে হত, এক মিনিট নষ্ট না-করেই সেই বিমানবন্দরে সরাসরি নেমে আসছেন পাইলট। মনিটরে একটি বিমান দেখতে পেলেই আনন্দে চোখ চকচক করে উঠছে বিমানবন্দরে বসে থাকা সদাব্যস্ত এটিসি অফিসারদের।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Coronavirus Lockdown Dhaka ATC Pilot YouTube
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy