করোনা আতঙ্কে আইএস। —ফাইল চিত্র।
নোভেল করোনাভাইরাসের প্রকোপে অতিমারী দেখে দিয়েছে বিশ্ব জুড়ে। তা নিয়ে এ বার উদ্বেগ ধরা পড়ল পশ্চিম এশিয়ার কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্দরেও। প্রাণঘাতী এই ভাইরাস থেকে কী ভাবে রক্ষা পাওয়া যাবে, তা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে তারা, যাতে সংগঠনের সদস্য এবং অনুগামীরা ‘নিরাপদে’ থাকে।
সম্প্রতি নিজেদের সাপ্তাহিক বিজ্ঞপ্তি ‘আল নাবা’ প্রকাশ করেছে আইএস, সোশ্যাল মিডিয়া সূত্রে যা সামনে এসেছে। তাতেই নোভেল করোনা নিয়ে সংগঠনের সদস্য এবং অনুগামীদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, কোভিড-১৯ থেকে রক্ষা পেতে গেলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। এমনকি মাঝ রাতে ঘুম ভেঙে গেলে যদি জল তেষ্টা পায়, সে ক্ষেত্রেও কমপক্ষে তিন বার হাত ধোওয়া উচিত।
এ ছাড়াও, হাঁচি-কাশি এবং হাই তোলার সময় মুখ ঢেকে রাখতে হবে বলে অনুগামী এবং সদস্যদের পরামর্শ দিয়েছে আইএস নেতৃত্ব। সংগঠনের সদস্যদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, এখন যা পরিস্থিতি, তাতে করোনা আক্রান্ত দেশগুলিতে পা না রাখাই উচিত। আবার কেউ যদি আক্রান্ত হয়ে যাকে, তাকেও সংশ্লিষ্ট দেশ ছেড়ে বাইরে কোথাও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ISIS pores over religious texts. Comes out in favor of putting your trust in God but also in favor of quarantine, hand-washing & running from the sick like from a lion. Their rivals in Qom stopped after No. 1. Thx to @ajaltamimi for his translation https://t.co/b08Jffvj6t
— Rukmini Callimachi (@rcallimachi) March 13, 2020
আইএস-এর বিজ্ঞপ্তি।
আরও পড়ুন: রিপোর্ট নেগেটিভ, করোনা থেকে রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প
তবে সচেতন থাকার পাশাপাশি সমর্থকদের ঈশ্বরের প্রতি আস্থা রাখতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। আইএস-এর দাবি, ঈশ্বরের মর্জি ছাড়া কিছু ঘটে না এই দুনিয়ায়। এমন পরিস্থিতিতে তাঁর উপর থেকে আস্থা হারানো চলবে না। তিনি যাঁদের বেছে নিয়েছেন, তাদের শরীরেই কোভিড-১৯ ভাইরাস বাসা বেঁধেছে। সামনে বাঘ-সিংহ দেখলে মানুষ যে ভাবে দৌড়ে পালায়, করোনা আক্রান্ত দেখলে তাঁদেরও সে ভাবে পালানো উচিত বলে সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছে আইএস।
আরও পড়ুন: দেশে আক্রান্ত ১০৭, বেলুড়ে ভক্তসমাগমে নিয়ন্ত্রণ : করোনা আপডেট এক নজরে
নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখনও পর্যন্ত সাড়ে ৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লাখ। ইরাক-ইরান সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশেও দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী এই কোভিড-১৯ ভাইরাস। ইরাকে এখনও পর্যন্ত ৭৯ জন আক্রান্ত হয়েছেন। সিরিয়ায় ঠিক কত জন আক্রান্ত তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। সেই পরিস্থিতিতেই সমর্থক এবং সদস্যদের সুরক্ষিত থাকার পরামর্শ আইএস নেতৃত্বের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy