ম্যাপ হাতে ব্র্যান্ডন। ছবি: টুইটার থেকে নেওয়া।
প্রায় গোটা বিশ্ব এখন লকডাউন। বাইরে একসঙ্গে বেরনো, জমায়েত, পার্টি সব বন্ধ। তাই ইচ্ছে থাকলেও ছেলের জন্মদিনেও কাউকে নেমন্তন্ন করতে পারছেন না বাবা। তা বলে কী আর সেলিব্রেশন বন্ধ থাকবে! সেলিব্রেশন যেমন হল তেমন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ১২ বছরের ব্র্যান্ডনকে শুভেচ্ছা জানালেন।
আমেরিকার হিউস্টনের বাসিন্দা, লেখক জোডি স্মিথের ছেলে ব্র্যান্ডনের ১২তম জন্মদিন ছিল শনিবার। কিন্তু এই দিনটি এই বছর আর সে ভাবে উদযাপন করা সম্ভব নয়। তাই ছেলের যাতে মন খারাপ না হয় তার জন্য এক অভিনব রাস্তা খুঁজে বের করেছেন জোডি। শনিবার তিনি তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে একটি পোস্ট করেছেন।
জোডি পোস্টে লিখেছেন, “ব্র্যান্ডনের জন্মদিনে আমি পার্টি দিতে পারছি না, যেটা তার প্রাপ্য ছিল। ব্র্যান্ডন ভূগোল ভালবাসে। তাই আপনারা যেখানে আছেন সেখান থেকে যদি এই টুইটে রিপ্লাই করেন বা রিটুইট করেন তবে ব্র্যান্ডন ম্যাপে সেই জায়গটা চিহ্নিত করবে।”
আরও পড়ুন: সব রেকর্ড ভেঙে ১০৭ বছরের মহিলা হারিয়ে দিলেন করোনাভাইরাসকে
এই পরিস্থিতিতে এক জন বাবার এমন আবেদনে সাড়া দিতে কার্পণ্য করেননি বিশ্বের নানান প্রান্তের মানুষ। ওই টুইটেই একাধিক রিপ্লাই করে জোডি দেখিয়েছেন কোথা কোথা থেকে মানুষ ব্র্যান্ডনকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্র্যান্ডনের সেই ম্যাপে দেখা যাচ্ছে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আরব এমনকি ভারতের উপর চিহ্ন। এই সব জায়গা থেকে তার কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন: মুখাবরণ না থাকলে মিলছে না পেট্রল, ডিজেল, সিএনজি
এখনও পর্যন্ত জোজির এই টুইটে কমেন্ট পড়েছে প্রায় এক লাখ ছ’ হাজার। রিটুইট হয়েছে প্রায় ৩৫ হাজার। লাইক পেয়েছে এক লাখ ২৬ হাজারের উপর। যে সংখ্যা বেড়েই চলেছে।
দেখুন সেই টুইট:
This is my son, Brandon. Today is his 12th Birthday. I can’t give him the party he deserves but Brandon loves geography.
— Jody Smith (@JodySmithNFL) April 11, 2020
He would love it if you would RT or reply where you are so he can mark it on his map. pic.twitter.com/nO0draKinL
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy