মাছ নিয়ে হাঁটতে বেরিয়ে পুলিশের মুখে। ছবি: টুইটার থেকে নেওয়া।
চিন, আমেরিকার পর যে দেশটি এখনও পর্যন্ত করোনার প্রকোপে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত সেটি হল স্পেন। স্পেনে এখনও লকডাউন চলছে, এই অবস্থায় যে যে কারণে ঘর থেকে বেরনোর ছাড় দেওয়া হয়েছে, সেগুলিকে কাজে লাগিয়ে কিছু মানুষ নিয়ম ভাঙতে শুরু করেছেন। আর তাঁদের সেই কাণ্ডকারখানা দেখলে আপনি হেসেও ফেলতে পারেন।
পোষ্যদের নিয়ে হাঁটতে বেরনোর ছাড় দেওয়া হয়েছে স্পেনে। আর এই নিয়ম যেমন আছে, তেমন তার ফাঁক বের করে মানুষ 'অদ্ভুত' সব পোষ্যকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ছেন। ছবিতে দেখা যাচ্ছে, কেউ আ্যকোয়ারিয়ামের মাছের ছোট্ট পাত্র, কেউ একটি মুরগির গলায় দড়ি বেঁধে ঘুরতে বেরিয়েছেন।
এমন পোষ্যদের নিয়ে কেউ কোনও দিন হাঁটতে বের হন বলে শুনেছেন? তবে অবাক হওয়ার এখনও বাকি রয়েছে। এক ব্যক্তির সম্ভবত কোনও পোষ্যই নেই কিন্তু নিয়মের সুবিধা নিয়ে বাইরে বেরনোর প্রবল ইচ্ছা। তাই তিনি প্লাস্টিকের কুকুরের গলায় দড়ি বেঁধে বেরিয়ে পড়েছেন। তবে শেষরক্ষা হয়নি, পড়তে হয়েছে টহলরত পুলিশের মুখে। পুলিশ দেখেই অবশ্য তিনি 'পোষ্য' তুলে নিয়ে ঘরে ঢুকে গিয়েছেন।
আরও পড়ুন: কোভিডে আক্রান্ত অফিসার, দিল্লিতে সিল করা হল নীতি-আয়োগ ভবন
এই সব ভিডিয়ো কখনও কোনও ব্যক্তিগত আ্যকাউন্ট অথবা স্পেনের পুলিশের ভেরিফায়েড হ্যান্ডলের মতো অ্যাকাউন্ট থেকে টুইট হয়েছে। আর নেটাগরিকরাও এমন সব 'অভিনব আইডিয়ার' প্রশংসা করতে বিন্দমাত্র কার্পণ্য করেননি। মজার এই পোস্টগুলি কয়েক হাজার করে লাইক, কমেন্ট পেয়েছে।
আরও পড়ুন: গঙ্গার জলে খেলে বেড়াচ্ছে জাতীয় জলজ প্রাণী, সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে ভিডিয়ো
দেখুন সেই পোস্ট:
Agentes de la @policia han sancionado a una persona por salir a "pasear" a sus peces por la calle. Los agentes le avistaron en #Logroño portando una pecera en contra de lo estipulado en el RD del Estado de Alarma.
— Policía Nacional (@policia) April 24, 2020
#EsteVirusLoParamosUnidos pic.twitter.com/lOFVnDX6Fi
#NoTieneGracia
— Guardia Civil 🇪🇸 (@guardiacivil) March 25, 2020
Guardias civiles de #Lanzarote denuncian a una persona por incumplir las medidas de limitación de circulación impuestas en por el estado de alarma paseando una gallina#EsteVirusLoParamosUnidos pic.twitter.com/kZ7vGuTKE5
Pedimos SENSATEZ durante el #EstadoDeEmergencia por culpa del #COVID19.
— JUPOL (@JupolNacional) March 16, 2020
Estamos ante una situación MUY GRAVE como para andar por la calle intentando engañar a la @policia... NO nos engañas y además serás sancionado.
Es una cuestión de salud pública.#EsteVirusLoParamosUnidos pic.twitter.com/67cjOMNdC3
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy