আড়াল থেকে মেলামেশা। ছবি: টুইটার থেকে নেওয়া।
স্বেচ্ছায় অনেকেই নিজেদের সবার থেকে দূরে রেখেছেন। কিন্তু মন যেন পড়ে রয়েছে সন্তান, নাতি-নাতনি, প্রিয়জনদের কাছে। কিন্তু দূরত্ব রেখেও যে তাদের সঙ্গে দেখা বা মেলামেশা করা যায়, দেখিয়ে দিলেন এক বৃদ্ধ দম্পতি। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ক্রিস পেজ নামে এক ব্রিটিশ সাংবাদিক একটি ছবি টুইট করেছেন। ছবিটি তিনি তাঁর কোনও এক বন্ধুর কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে কাচের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে দুই শিশু। আর দরজার বাইরে বৃদ্ধ দম্পতি।
করোনাভাইরাসের জেরে এই বৃদ্ধ দম্পতি নিজেদের গৃহবন্দি রেখেছেন। তাই প্রিয়জনদের সঙ্গে অনেক দিন তাঁদের দেখা হয়নি। তাই তাঁরা কাচের দরজার বাইরে থেকেই নাতি-নাতনিকে দেখতে এসেছেন। কাচের দুই পাশে হাত রেখেছেন, একদিকে বৃদ্ধ দম্পতি অন্যদিকে রেখেছে শিশু দু’টি।
আরও পড়ুন: সত্যিই অবিশ্বাস্য ছবি! আপ্লুত রাজ্যের মুখ্যমন্ত্রীও
দেখুন সেই ছবি:
This is the most adorable thing I’ve seen so far today from a friend of mine! 💙
— Chris Page - Weatherman (@ChrisPage90) March 18, 2020
Remember. #SelfIsolation doesn’t have to be lonely if managed correctly! @GMB @itvanglia @itvnews pic.twitter.com/PuvbXduXw6
এই ঘটনা শিশু দু’টির পিছনে দাঁড়িয়ে কেউ ক্যামেরাবন্দি করেছিলেন। পরে যেটি ক্রিস তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেল জানিয়েছে, বৃদ্ধের নাম রয় কোসে এবং বৃদ্ধা টেরেসা, দুজনেরই বয়স ৮১ বছর।
আরও পড়ুন: করোনাভাইরাসের জের, গ্রামের নাম শুনেই আর কেউ তাঁদের সঙ্গে মিশতে চাইছেন না
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy