Advertisement
১৮ নভেম্বর ২০২৪
International News

৩ লক্ষ ৩০ হাজারের বেশি করোনা-আক্রান্ত, উদ্বেগ বাড়াচ্ছে ব্রাজিল

সম্প্রতি লাতিন আমেরিকাকে করোনা-সংক্রমণের ভরকেন্দ্র বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

করোনায় মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে ব্রাজিলে। —ফাইল চিত্র।

করোনায় মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে ব্রাজিলে। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ মে ২০২০ ১৬:১৭
Share: Save:

বিশ্ব জুড়ে করোনা-সংক্রমণে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় সে দেশে হাজারেরও বেশি সংক্রমিতের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত চার দিনে হাজারেরও বেশি মৃত্যু হল তিন বার। আক্রান্তের সংখ্যার নিরিখেও বিশ্বে আমেরিকা এবং রাশিয়ার পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশটি। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় সময় দুপুর ৩টে নাগাদ ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ৮৯০। মৃতের সংখ্যা ২১ হাজার ৪৮।

সম্প্রতি লাতিন আমেরিকাকে করোনা-সংক্রমণের ভরকেন্দ্র বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। লাতিন আমেরিকায় ব্রাজিল ছাড়াও পেরু, মেক্সিকো, চিলের মতো দেশে হু হু করে বাড়ছে সংক্রমণের হার। তবে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা ব্রাজিলের। গত ২৬ ফেব্রুয়ারি লাতিন আমেরিকার প্রথম দেশ হিসাবে ব্রাজিলে করোনা সংক্রমণের সন্ধান মেলে। যদিও অনেকের মতে, তার আগে জানুয়ারি থেকেই অনেকের দেহে সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছিল। এর পর কয়েক মাসের মধ্যে ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষ ৩০ হাজারেরও বেশি। যদিও অনেকের মতে, অত্যন্ত কম হারে কোভিড-টেস্ট হওয়ায় ব্রাজিলে সংক্রমিতদের প্রকৃত সংখ্যাটা সামনে আসছে না। এবং তা হলে সরকারি ভাবে ঘোষিত সংখ্যার থেকেও সে দেশে আরও ১৫ গুণ বেশি সংখ্যক মানুষ করোনার শিকার বলে জানা যাবে বলে মনে করা হচ্ছে। ব্রাজিলের করোনা-পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক, তা স্বীকারও করেছে হু। সংস্থার ইমার্জেন্সিস ডিরেক্টর মাইক রায়ান বলেন, “লাতিন আমেরিকার বহু দেশ জুড়ে করোনা-পরিস্থিতি নিয়ে চিন্তার কারণ রয়েছে। তবে এই মুহূর্তে ওই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রাজিল।” মৃতের সংখ্যার নিরিখেও বিশ্বে ছ’নম্বরে রয়েছে জাইর বোলসোনারোর দেশ। পর্যবেক্ষকের একাংশের মতে, আগামী জুনে সে দেশে করোনা-সংক্রমণের হার আরও বাড়বে।

ব্রাজিলের মতোই দুশ্চিন্তা বাড়াচ্ছে লাতিন আমেরিকার অন্য এক দেশ পেরু। সে দেশে করোনা-সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৬৯৮। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৪ জন আক্রান্তের। অন্য দিকে, মেক্সিকোতে ৬২ হাজার ৫২৭ জন আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়। মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৮৯ জনের। চিলেতে ৬১ হাজার ৮৫৭ জন করোনার শিকার হয়েছেন। তার মধ্যে মারা গিয়েছেন ৬৩০ জন।

আরও পড়ুন: করোনার উৎস কী? জানতে হু-এর উপর চাপ আমেরিকার

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের সঙ্কট ঘোচাতে আরও অনেক কিছু করতে পারতাম: নীতি আয়োগের সিইও

আরও পড়ুন: ‘ভাড়াবাড়িতে ফিরতে পারব না’, ট্রেনের অপেক্ষায় মুম্বইয়ের ফুটপাতে ঠাঁই পরিযায়ীদের

বোলসোনারোর দেশের মতো করোনা-পরিস্থিতিতে উন্নতির লক্ষণ নেই আমেরিকারও। সে দেশে আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১ হাজার ৪৩৪। মৃত্যু হয়েছে ৯৬ হাজার ৭ জনের। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে রাশিয়া। সে দেশে করোনার শিকার ৩ লক্ষ ৩৫ হাজার ৮৮২ জন। মৃতের সংখ্যা ৩ হাজার ৩৮৮। বিশ্বে ৫২ লক্ষ ২৯ হাজার ৪৪১ জন করোনা-আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ২৮ হাজার ৪৮০ জনের।

অন্য বিষয়গুলি:

Brazil Covid-19 coronavirus Jair Bolsonaro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy