Advertisement
০৬ নভেম্বর ২০২৪
China

China Debt Trap: চিনা ঋণের ফাঁদে জর্জরিত মধ্য এশিয়া, আফ্রিকার বহু দেশ, দাবি রিপোর্টে

৮৪,৩০০ কোটি ডলারের ৭০ শতাংশ সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক বা চিনা ও সে দেশের সংস্থার যৌথ উদ্যোগে তৈরি কোনও সংস্থাকে ঋণ দেওয়া হয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৫:৪৭
Share: Save:

চিনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের ফলে অনেক আর্থিক ভাবে দুর্বল দেশ ‘গোপন ঋণ’-এর ফাঁদে জড়িয়ে গিয়েছে বলে দাবি করল আমেরিকার এক বিশেষজ্ঞ সংস্থা। তাদের দাবি, চিনের কাছে এই দেশগুলির অজানা ঋণের পরিমাণ ৩৮,৫০০ কোটি ডলার।

সংস্থাটি জানিয়েছে, চিন মোট ১৬৩টি দেশে রাস্তা, সেতু, বন্দর ও হাসপাতাল তৈরিতে মোট ৮৪,৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এই দেশগুলির মধ্যে আফ্রিকা ও মধ্য এশিয়ার অনেক দেশ রয়েছে।

বিশেষজ্ঞ সংস্থা জানিয়েছে, ৮৪,৩০০ কোটি ডলারের ৭০ শতাংশ সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক বা চিনা ও সে দেশের সংস্থার যৌথ উদ্যোগে তৈরি কোনও সংস্থাকে ঋণ দেওয়া হয়েছে। কিন্তু অনেক আর্থিক ভাবে দুর্বল দেশের সরকারই আর ঋণ নিতে পারেনি। ফলে অন্য পথে হেঁটেছে চিন। তারা কয়েকটি সংস্থার জোটকে ঋণ দিয়েছে। সেই জোটে সরাসরি সে দেশের সরকার নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই সংস্থাগুলির জোট ঋণ মেটাতে না পারলে সরকার ঋণ মেটানোর দায় নিয়েছে। ফলে চিনের কাছে ওই দেশগুলির প্রকৃত ঋণ কত তা অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারের কাছেই স্পষ্ট নয়।

বিশেষজ্ঞ সংস্থাটি জানিয়েছে, ৪৫টি দেশের চিনা ঋণের পরিমাণ তাদের গড় জাতীয় উৎপাদনের ১০ শতাংশের চেয়ে বেশি।

পাকিস্তানের বালুচিস্তানের মতো প্রদেশে বিপুল চিনা বিনিয়োগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে প্রবল অসন্তোষ রয়েছে। তাঁদের দাবি, ওই প্রকল্পের ফলে তাঁদের লাভ হয়নি। বালুচিস্তানে চিনা প্রকল্পকে একাধিক বার নিশানা করেছে জঙ্গি সংগঠন।

অন্য বিষয়গুলি:

China Loans Belt and Road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE