Advertisement
০২ নভেম্বর ২০২৪
Elon Musk

Elon Musk: ইলন মাস্কের জন্য বিপদে চিনা মহাকাশ স্টেশন! রাষ্ট্রপুঞ্জে নালিশ বেজিংয়ের

চিনের অভিযোগ, সম্প্রতি ইলন মাস্কের মালিকাধীন স্পেস-এক্স সংস্থার উপগ্রহগুলি চিনের মহাকাশ স্টেশনের খুব কাছে চলে আসে।

ইলন মাস্ক

ইলন মাস্ক ফাইল চিত্র ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১২:৪০
Share: Save:

ইলন মাস্কের স্পেস-এক্স সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হল চিন। চিনের অভিযোগ, সম্প্রতি ইলন মাস্কের মালিকাধীন স্পেস-এক্স সংস্থার উপগ্রহগুলি চিনের মহাকাশ স্টেশনের খুব কাছে চলে আসে। সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বাধ্য হয়েছিল বলেও এক বিবৃতিতে জানিয়েছে বেজিং।

ইউনাইটেড নেশন্স অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্স-এর কাছে চিনের জমা দেওয়া একটি নথি অনুসারে, ইলন মাস্কের স্পেস এক্স এরোস্পেস সংস্থার একটি বিভাগ স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের দু’টি উপগ্রহ ১ জুলাই এবং ২১ অক্টোবর চিনা মহাকাশ স্টেশনের খুব কাছাকাছি চলে আসে।

চিনের নথি বলেছে, ‘২০২১ সালের ১ জুলাই স্টারলিংক-১০৯৫ উপগ্রহটি, চিনা মহাকাশ স্টেশনের কাছাকাছি চলে আসে। নিরাপত্তার কারণে, চিনা স্পেস স্টেশন সেই দিন সন্ধ্যায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করে।’

এই নথিতে আরও বলা হয়েছে যে, স্পেস-এক্স সংস্থার স্টারলিংক-২৩০৫ স্যাটেলাইটটিও ২১ অক্টোবর চিনের স্পেস স্টেশনের কাছাকাছি চলে আসে। কক্ষপথে থাকা মহাকাশচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য চিনা মহাকাশ স্টেশন, কৌশল করে সম্ভাব্য সংঘর্ষ এড়িয়েছে বলেও চিন জানিয়েছে।

অন্য বিষয়গুলি:

Elon Musk China SpaceX UN
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE