জার্মানির মিউনিখের পরে মানহেইম। আবার ভিড় রাস্তায় ঢুকে পড়ল একটি গাড়ি। এলোপাথাড়ি ভাবে ধাক্কা দিল পথচারীদের। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন বহু জন। ঘাতক গাড়ির চালককে আটক করা হয়েছে। তাঁর পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। মানহেইমবাসীদের সতর্ক করে আপাতত ঘরে থাকতে বলেছে প্রশাসন। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না খুঁজে দেখছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার কার্নিভ্যাল উপলক্ষে মানহেইমের রাস্তায় জড়ো হয়েছিলেন বহু মানুষ। প্যারেডপ্লাৎজ স্কোয়্যার থেকে মিছিল করে ওয়াটার টাওয়ার পর্যন্ত যাচ্ছিলেন তাঁরা। আচমকাই একটি কালো এসইউভি দুরন্ত গতিতে ছুটে এসে সেই মিছিলের মধ্যে ঢুকে পড়ে। তার পরে পিষে দেয় পথচারীদের।
এই ঘটনায় কত জন আহত, তা এখনও নির্দিষ্ট করে বলতে পারেনি প্রশাসন। এক জনের মৃত্যু হয়েছে। মানহেইম ইউনিভার্সিটি হাসপাতালের তরফে সংবাদ সংস্থা এপিকে জানানো হয়েছে, সেখানে বেশ কয়েক জন আহতকে ভর্তি করানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। মানহেইমের ব্যস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। মানুষজনকে সতর্ক করে ঘরে থাকার কথা বলা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে এমন কিছু সমাজমাধ্যম অ্যাকাউন্টে হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে জার্মানির কোলোন, নিউরেমবার্গে হামলার ডাকও দেওয়া হয়েছে।
প্রায় দুই সপ্তাহ আগে মিউনিখে ঠিক একই ভাবে ভিড় রাস্তায় ঢুকে পড়ে একটি গাড়ি। ওই ঘটনায় প্রাণ হারান ৩৭ বছরের এক মহিলা এবং তাঁর দু’বছরের সন্তান। সে সময় মিউনিখের রাস্তায় মিছিল করছিলেন শ্রমিক সংগঠনের সদস্যেরা। হামলার অভিযোগে এক উদ্বাস্তু আফগান তরুণকে গ্রেফতার করা হয়েছিল।