Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Joe Biden

বাইডেনের কনভয়ে ধাক্কা অন্য গাড়ির, অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেলেন আমেরিকার প্রেসিডেন্ট

গাড়িচালক ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলেও প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা গাড়িটি ঘিরে ধরেন এবং চালককে নেমে আসার নির্দেশ দেন। চিৎকার চেঁচামেচিতে থমকে দাঁড়ান স্বয়ং বাইডেনও।

Car collides with parked vehicle in Joe Biden’s motorcade in Delaware

জো বাইডেন। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৩:২০
Share: Save:

অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার রাতে তাঁর গাড়ির কনভয়ে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, সুস্থ এবং নিরাপদেই রয়েছেন বাইডেন এবং তাঁর স্ত্রী তথা আমেরিকার ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেন।

হোয়াইট হাউসের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, দলীয় কর্মীসমর্থকদের সঙ্গে নৈশভোজ করতে উইলমিংটনে নিজের নির্বাচনী সদর দফতরে গিয়েছিলেন সস্ত্রীক বাইডেন। নৈশভোজ শেষ করে বাইডেন যখন গাড়িতে ওঠার জন্য রওনা দেন, সেই সময়েই দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে অপর একটি গাড়ি। প্রেসিডেন্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে কনভয়ে ব্যবহার করা ওই গাড়িটি ভাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

গাড়িচালক ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলেও প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা গাড়িটি ঘিরে ধরেন এবং চালককে নেমে আসার নির্দেশ দেন। চিৎকার চেঁচামেচিতে থমকে দাঁড়ান স্বয়ং বাইডেনও। সেই সময় অন্য একটি গাড়িতে অপেক্ষা করছিলেন জিলও। তবে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট-পত্নী নির্বিঘ্নেই হোয়াইট হাউসে ফেরেন।

অন্য বিষয়গুলি:

Car Collision Joe Biden US President Convoy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy