এই ছবিতেই খুঁজে বের করতে হবে সাপটিকে। ছবি: টুইটার থেকে নেওয়া।
প্রকৃতির বন্য সন্তানরা এমন সব ধাঁধার সৃষ্টি করে যা সমাধান করা মানুষের পক্ষেও কঠিন হয়ে দাঁড়ায়। যেমন এই সাপটিকে খুঁজে বের করার চ্যালেঞ্জের কথাই ভাবুন। শুকনো পাতার মধ্যে এমন ভাবে মিশে রয়েছে যে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
একটি টুইটার হ্যান্ডলে ৪ জুলাই ছবিটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাটিতে প্রচুর শুকনো পাতা পড়ে রয়েছে। যেগুলিও প্রায় মাটি রঙের সঙ্গে মিশে গিয়েছে। এর মধ্যেই নাকি মিশে রয়ে একটি সাপ। অনেকেই চেষ্টা করেছেন সাপটিকে খুঁজে বের করার। আপনিও চেষ্টা করুন।
অনেক নেটাগরিকই চেষ্টা করে সফল হয়েছেন। অনেকে আবার সফল হয়েছেন বলে মনে করছেন অথচ তাঁরা ভুল জায়গা নির্দেশ করেছে। যদিও অনেকেই অবশ্য সঠিক জায়গা দেখিয়ে দিয়েছেন। আপনিও চাইলে খুঁজে বের করে চিহ্নিত করতে পারেন কোথায় রয়েছে সাপটি।
আরও পড়ুন: মানুষের হাত থেকে সরাসরি জল খাচ্ছে সাপ!
আরও পড়ুন: স্নান করাচ্ছেন কিং কোবরাকে, চিনে নিন এই সাহসী যুবককে
দেখুন সেই পোস্ট:
Find the snake in 15 seconds... pic.twitter.com/Xr0e7tV4nq
— 𝕿𝖍𝖊 𝖀𝖓𝖇𝖊𝖆𝖗𝖆𝖇𝖑𝖊 𝕺𝖓𝖊 (@dm_ynwa) July 4, 2020
অনেক চেষ্টা করেও যদি আপনিও না খুঁজে পান, আপনার জন্য রইল একটি সূত্রে। নিচের পোস্টটি দেখে আপনি আশা করা যায় খুঁজে পেয়ে যাবেন সাপটি।
দেখুন সেই পোস্ট:
— Graeme Barker (@rafasreds05) July 4, 2020
উপরের পোস্ট দেখেও আপনি যদি না চিহ্নিত করতে পারেন সাপটি তবে নীচে লাল রেখা দিয়ে সাপটিকে ঘিরে দেওয়া হয়েছে। এটি দেখে আপনি নিশ্চিত সাপটিকে দেখতে পাবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy