কখনও পেশিবহুল ষাঁড় দেখেছেন? সম্প্রতি তেমনই একটি ষাঁড়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে। এমন পেশিবহুল ষাঁড় দেখে স্তম্ভিত হয়েছেন অনেকেই।
‘হিস্টোরিক ভিডস’ নামে একটি টুইটার অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে পেশিবহুল ষাঁড় হেঁটে যাচ্ছে। আর পাঁচটা ষাঁড়ের থেকে আলাদা এমন একটি ষাঁড়কে দেখে থমকে গিয়েছিলেন পথচারীরা।
কিন্তু সত্যিই কি ষাঁড়ের এমন চেহারা হতে পারে? ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার দাবি করেছেন, ষাঁড়ের দেহে এমন কোনও ওষুধ প্রয়োগ করা হয়েছে যার ফলে এমন চেহারা হয়েছে।
This is a bull born without Myostatin, the absence of Myostatin allows for unrestricted muscle growth, resulting in beasts like this being formed. pic.twitter.com/RbHhsLtYo6
— Historic Vids (@historyinmemes) December 7, 2022
তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এটি একটি শারীরিক বিকৃতি। জিনগত কোনও অস্বাভাবিকতার কারণেই ষাঁড়ের দেহের পেশিগুলি ফুলে গিয়েছে। ষাঁড়ের দেহে মায়োস্ট্যাটিনের অভাবের কারণে পেশি অস্বাভাবিক ভাবে ফুলে গিয়েছে। ফলে দেখে মনে হতে পারে, ঠিক যেন জিম করে পেশিগুলিকে ফোলানো হয়েছে।
ভিডিয়োটি ভাইরাল হতেই নেটাগরিকরা বলেছেন, “দেখে মনে হচ্ছে, ডব্লিউডব্লিউই-এর রিংয়ে নামতে চলেছে ষাঁড়টি।” আবার কেউ বলেছেন, “এমন পেশিবহুল ষাঁড় আগে কখনও দেখিনি। সত্যিই কী এমন হয়? না কি এই ষাঁড়ও ভুয়ো!”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy