Builder demolishes property while its owners are on holiday for not paying him extra money dgtl
Building
Revenge: সাড়ে ৩ লাখ টাকা না পেয়ে মালিকের ৫ কোটির বাড়ি গুঁড়িয়ে দিলেন মিস্ত্রি
সাড়ে ৩ লাখ টাকা না পেয়ে মালিকের ৫ কোটির বাড়ি গুঁড়িয়ে দিলেন মিস্ত্রি
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১৬:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
কাজ করিয়েও পুরো টাকা না দেওয়ায় শাস্তি পেলেন এক ব্যক্তি। সাড়ে ৩ লাখ টাকার জন্য প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিলেন!
০২১১
ওই ব্যক্তির নাম জে কুর্জি। বয়স ৪০। তিনি ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটের বাসিন্দা।
০৩১১
এই এলাকাতেই সম্প্রতি একটি বাড়ি কিনেছিলেন তিনি। তার পর সেটিকে বাসযোগ্য করার জন্য খরচ করেছেন ৪ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা।
০৪১১
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাড়িটির কাজ শুরু হয়। বাড়িটির দোতলার সঙ্গে আরও একটি পরিবর্ধিত কাঠামো তৈরি করেন তিনি।
০৫১১
পাশাপাশি পুরো বাড়িতেই নতুন করে বিদ্যুৎ সংযোগ, নতুন ছাদ এবং সর্বোপরি গোটা বাড়িকেই পরিবেশ-বান্ধব করে তোলার পরিকল্পনা ছিল তাঁর।
০৬১১
কিন্তু মিস্ত্রির কাজে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তিনি। কারণ তিনি যেমনটা চেয়েছিলেন তা পুরোপুরি করে দেননি তিনি।
০৭১১
এ দিকে মিস্ত্রি তাঁকে মোটা টাকা বিল ধরিয়ে দিয়েছিলেন। তার মধ্যে ওই ৪ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা তিনি মিটিয়েও দেন।
০৮১১
কিন্তু তার পরও মিস্ত্রি আরও ৩ লাখ ৬০ হাজার টাকা পেতেন। বিবাদের সূত্রপাত এই টাকা নিয়েই।
০৯১১
জে-র সঙ্গে এই টাকা নিয়ে মিস্তির বাকবিতণ্ডা হয় একাধিক বার। জে টাকা দিতে রাজি না হওয়ায় তাঁর সঙ্গে কথা কাটাকাটি ছাড়া মিস্ত্রি আর কিছু করতেও পারছিলেন না।
১০১১
তবে সুযোগ খুঁজছিলেন প্রতিশোধের। সম্প্রতি বাড়ি থেকে ৩০০ কিমি দূরে সপরিবার ছুটি কাটাতে গিয়েছিলেন জে। সেই খবর পেয়েই লোকজন নিয়ে তাঁর ফাঁকা বাড়িতে হানা দেন ওই মিস্ত্রি।
১১১১
বাড়ির ছাদ, বর্ধিত অংশ-সহ অনেকটাই ভেঙে দেন তিনি। এ খবর জে-র কানে পৌঁছেছে। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগও করেছেন। তবে তাতে কোনও কাজ হয়নি বলে জে-র দাবি।