বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পর কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল ব্রিটেনও। কোভ্যাক্সিনের দু’টি টিকা নেওয়া থাকলে ব্রিটেনে আসা পর্যটকদের নিভৃতবাসে থাকতে হবে না। তবে এই নির্দেশিকা বলবৎ হবে আগামী ২২ নভেম্বর থেকে। সোমবার ব্রিটিশ সরকারের এই নির্দেশিকার কথা টুইট করে জানিয়েছেন সে দেশের মন্ত্রী লিজ ট্রাস।
গত মাসেই সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডকে স্বীক়ৃতি দিয়েছিল ব্রিটেন। সেই তালিকায় এ বার নাম জুড়বে ভারত বায়োটেকের কোভিশিল্ডের। লিজ জানিয়েছেন, কোভিশিল্ড ছাড়াও চিনের সিনোভ্যাক এবং সিনোফার্মকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
More good news for
— Alex Ellis (@AlexWEllis) November 8, 2021travellers to
From 22 November travellers fully vaccinated with a #COVID19 vaccine recognised by @WHO for Emergency Use Listing, including Covaxin, will not have to self-isolate; so joining those fully vaccinated with Covishield.https://t.co/UyJsryBd0O https://t.co/mZhaqRgB35
প্রসঙ্গত, জরুরি ভিত্তিতে টিকাকরণের জন্য ৩ নভেম্বর কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছে হু। ওই সংস্থার অনুমোদনের পর একই পথে হেঁটেছে ব্রিটেনও। এর ফলে সংযুক্ত আরব আমিরশাহি, মালয়েশিয়া বা ভারত থেকে আসা পর্যটকদের কোভ্যাক্সিনের দু’টি টিকা নেওয়া থাকলে তাঁদের বাধ্যতামূলক ভাবে নিভৃতবাসে পাঠাবে না ব্রিটেন।