বিমানে পাখির ধাক্কার ঘটনা মাঝেমধ্যেই শোনা যায়। তাতে পাখির মৃত্যু হয়। আবার কখনও কখনও বিমানও ক্ষতিগ্রস্ত হয়। সে ক্ষেত্রে বিমানবন্দর থেকে ওড়ার পর পরই এমন ঘটনা যদি ঘটে, তা হলে বিমানকে জরুরি ভিত্তিতে নামিয়ে আনা হয়। এমন ঘটনার কথাও শোনা যায়।
কিন্তু বিমানের উইন্ডস্ক্রিনে ধাক্কা লাগার পর সেই উইন্ডস্ক্রিন ভেদ করে পাখি ঢুকে যাওয়ার ঘটনা খুব কমই শোনা গিয়েছে। তেমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। রাশিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, ইকুয়েডরে একটি বিমানে এমন ঘটনা ঘটেছে।
Pilot safely lands his plane after a huge bird struck his windshield in the Los Ríos Province, Ecuador. Ariel Valiente was not injured during the incident. pic.twitter.com/Rl3Esonmtp
— Breaking Aviation News & Videos (@aviationbrk) June 15, 2023
আরও পড়ুন:
তবে উল্লেখযোগ্য যে বিষয়টি তা হল, শুধু উইন্ডস্ক্রিনে ধাক্কা খেয়ে পাখিটি পড়ে যায়নি। বিমানের উইন্ডস্ক্রিনে সেটি আটকে যায়। পাখিটির দেহের বেশির ভাগ অংশ উইন্ডস্ক্রিন ভেদ করে ঢুকে যায়। শুধু মাথাটি বাইরে ছিল। মাঝ আকাশে এমন ঘটনাতেও মাথা ঠান্ডা রেখেছিলেন পাইলট এরিয়েল ভ্যালিয়েন্তে। রাশিয়া টু়ডে-র প্রতিবেদন অনুযায়ী, পাইলট ভ্যালিয়েন্তে ওই অবস্থাতেই বিমানটি চালিয়ে যান। শুধু ঝুঁকি নিয়ে চালানোই নয়, বিমানটিকে যাত্রী-সহ নিরাপদে নামিয়েওছেন। এই ঘটনায় পাইলট আহত হননি বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।
যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে ককপিটে বসে রয়েছেন পাইলট। বিমানের উইন্ডস্ক্রিন ভেদ করে ঝুলছে বড় একটি পাখি। পাইলটের চোখেমুখে রক্তের ছিটে। বিমানে ধাক্কায় পাখিটির মৃত্যু হয়েছিল। সেটির দেহ থেকে রক্ত চুঁইয়ে পাইলটের গায়ে পড়ছিল। আর সেই অবস্থাতেই বিমান চালাচ্ছেন তিনি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।