Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Jeffrey Epstein

হকিং, ক্লিন্টন, চার্লস, ট্রাম্প... আত্মঘাতী যৌন অপরাধী এপস্টিনের নথি দেখে বাক্‌রুদ্ধ দুনিয়া

ট্রাম্প, ক্লিন্টন থেকে স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসন, প্রিন্স অ্যান্ড্রু অনেকেরই নাম উপস্থিত নথিতে। এপস্টিনের নথি অনুযায়ী, এঁরা প্রত্যেকেই তাঁর পৃষ্ঠপোষকতায় যৌনাচারে অংশ নেন।

Bill Clinton to Donald Trump Michael Jackson— Who are named in Epstein Files

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ ২০:১১
Share: Save:

এত দিন মুখবন্ধ খামে বন্দি ছিল। আদালতের নির্দেশে খামের মুখ খোলা শুরু হতেই কাঁপুনি ধরে গিয়েছে আমেরিকার ‘উচ্চ মহলে’। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথি প্রকাশ্যে এনে দিচ্ছে বিশ্বের তাবড় ব্যক্তিত্বের চরিত্রের নিকষ কালো দিক। সেই তালিকায় কার নাম নেই! আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল্‌ ক্লিন্টন থেকে স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসন, প্রিন্স অ্যান্ড্রু, ল্যারি পেজ, সকলেই বহাল তবিয়তে উপস্থিত নথিতে। এপস্টিনের নথি অনুযায়ী, এঁরা প্রত্যেকেই তাঁর পৃষ্ঠপোষকতায় যৌনাচারে যুক্ত ছিলেন।

আদালতের নির্দেশে খামের মুখ খোলার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারির পর থেকে। সেই প্রক্রিয়া নিয়মমাফিক শুরুও হয়ে গিয়েছে। তাতেই ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে তাবড় তাবড় ব্যক্তিত্বের ড্রয়িংরুমে। আগামিদিনে আরও স্পষ্ট ভাবে বোঝা যাবে, এই সমস্ত দুনিয়া কাঁপানো ব্যক্তিত্বদের সঙ্গে এপস্টিনের সম্পর্কের খুঁটিনাটিও। এই নথিতে মূলত রয়েছে, কোন ব্যক্তিত্ব এপস্টিনের সঙ্গে যোগাযোগের ফলে যৌন আকাঙ্ক্ষা কী ভাবে পূর্ণ করেছিলেন, তার সালতামামি। ফলে, সুনামি সদ্য শুরু!

যৌন নিগ্রহের শিকার ভার্জিনিয়া জিউফ্রে এপস্টিনের সঙ্গী তথা ব্রিটিশ সমাজকর্মী ঘিসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলার সূত্র ধরেই একে একে প্রকাশ্যে আসছে বিখ্যাত সব নাম। প্রসঙ্গত, যৌন অপরাধী এপস্টিনকে ২০১৯ সালে জেলে পাঠানো হয়েছিল। জেলেই আত্মঘাতী হন তিনি। এপস্টিনের পর ২০২১ সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত করা হয় ঘিসলাইনকেও। তিনি বর্তমানে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল্ ক্লিন্টনকে এপস্টিনের নথিতে সম্বোধন করা হয়েছে ‘ডো ৩৬’ নামে। এখনও পর্যন্ত মোট ৫০ বার তাঁর নাম ঘুরেফিরে এসেছে সদ্য মুখখোলা নথিতে। এ ছাড়াও রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নাম। বিজ্ঞানী স্টিফেন হকিং, ইংল্যান্ডের রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু, বিনোদন জগতের মাইকেল জ্যাকসন, লিওনার্দো ডি ক্যাপ্রিও, জর্জ লুকাস, জেসন রিচার্ডস, কেভিন স্পেসি, ব্রুস উইলিস, ড্যানিয়েল উইলসনের নাম উল্লেখযোগ্য।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE