মেঘের পরশ। ছবি সৌজন্য টুইটার।
মেঘের চাদর পাহাড়কে ঘিরে রেখেছে, এমন দৃশ্য অনেকেই দেখেছেন। কিন্তু সম্প্রতি মেঘের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা নজর কাড়ছে নেটাগরিকদের।
মেঘের এই ভিডিয়োটি ব্রিটেনের রক অব জিব্রাল্টারের। ভিডিয়োটি শেয়ার করেছে জিব্রাল্টারের আবহাওয়া দফতর। জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিডিয়োটি তোলা হয়েছে। ২১ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, ১৪০০ ফুট উচ্চতার রক অব জিব্রাল্টারের মাথা চিরে উড়ে যাচ্ছে মেঘ। মেঘের এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।
The London Gatwick @easyJet flight taxiing and taking off from @RAF_Gib this morning with the backdrop of some impressive #Levanter cloud over the Rock of #Gibraltar
— Met Office Gibraltar (@MetOGibraltar) August 24, 2022
The #levanter cloud just keeps getting better today! #LevanterSpam pic.twitter.com/WYyOPktSij
প্রথম দর্শনেই মনে হবে পাহাড়ের চূড়া থেকে ধোঁয়া উঠছে। মেঘের এই ম্যাজিক মন ছুঁয়ে যাবে। এই ধরনের মেঘকে ‘লেভান্তার’ বলে। এটিকে ‘ব্যানার ক্লাউড’ও বলা হয়। ব্রিটিশ আবহাওয়া দফতর বলছে, ভূমির আকৃতির উপর ভিত্তি করেই এই ধরনের মেঘের সৃষ্টি হয়।
এই মেঘের বেশ কয়েকটি স্তর থাকে। এক জায়গায় স্থির থাকে না। সব সময় পাহাড়চূড়ায় দেখা মেলে এই ধরনের মেঘের। যা হাওয়ার সঙ্গে ভাসতে ভাসতে এগিয়ে চলে। আর এগের গতিশীলতার জন্যই মনে হয় ধোঁয়া উড়ে যাচ্ছে হাওয়ার সঙ্গে। প্রকৃতির সেই অপূর্ব রূপ ধরা পড়ল রক অব জিব্রাল্টারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy