হরিণের হাড় খাচ্ছে ব্রিক। ছবি : টুইটার থেকে নেওয়া।
কানাডার এক ব্যক্তি দাবি করেছেন, তাঁর পোষা কুকুরটি ঘুষ খাচ্ছে। তাও আবার একটি ভাল্লুকের কাছ থেকে। একটি ভাল্লুক নাকি কুকুরটিকে একটি করে হরিণের হাড় ঘুস দিয়ে বাড়ির বারান্দায় ঢুকছে।
জেস জর্ডন নামে এক ব্যক্তি টুইটারে গোটা গল্পটি লিখেছেন। তাঁর দাবি, তাঁর ব্রিক নামে কুকুরটির রাত্রে একটি মাত্র কাজ। কোনও কিছু বাড়ির দিকে আসতে দেখলেই ঘেউ ঘেউ করে সজাগ করা। কিন্তু ব্রিক নাকি বিক্রি হয়ে গিয়েছে। একটি ভাল্লুক বুঝতে পেরে গিয়েছে ব্রিককে কিনে নেওয়া যায়। এটা নিয়ে তৃতীয় বার ব্রিককে একটি করে হরিণের হাড় উপহার দেওয়া হয়েছে। বদলে সে ওই ভাল্লুককে ঘরের বাইরে রাখা ডাস্টবিনে খাবার খুঁজতে দিয়েছে।
জর্ডন কয়েকটি ছবিও শেয়ার করেছেন টুইটারে। সেখানে দেখায় যাচ্ছে ব্রিক একটি হাড় নিয়ে বসে রয়েছে। আর একটি ছবিতে দেখা যাচ্ছে ডাস্টবিনের আবর্জনা বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
জর্ডন আরও লিখেছেন, ওই কালো ভাল্লুকটি ব্রিককে ভয় দেখানোর চেষ্টা করে না। নর্দান ওন্টেরিওতে ভাল্লুক বেশ উপদ্রব। আর এই রকম যদি চলতে থাকে তবে ব্রিককে কোনও ভাবেই রাত্রে বাইরে রাখা যাবে না।
আরও পড়ুন : নিজের জন্মদিনে লাইফ জ্যাকেট পরে নদীতে ঝাঁপ
আরও পড়ুন : গরমে রুমাল দিয়ে মুখ মুছছে ভাল্লুক, ভাইরাল ভিডিয়ো
My idiot furry son has one job at night - bork at things and make them go away. Easy, right?
— Jesse Jordan (@JesseNeon) May 8, 2019
HOWEVER, a bear has learned that my furry son can be bought. This is the THIRD TIME he's been gifted deer bones in exchange for being allowed access to my trash, AND HE KEEPS DOING IT. pic.twitter.com/6NOKiFNLgm
জেস জর্ডন আরও লিখেছেন, এই ঘটনা বেশি দিন চলবে না। কারণ তিনি কিছু দূরেই শহরের কাছে একটি বাড়ি কিনছেন। সেক্ষেত্রে ব্রিকের হয়তো একটু কষ্ট হবে কারণ তার ভাল্লুক বন্ধুকে আর কাছে পাবে না। তবে চিন্তু নেই সেখানে ব্রিক খেলার জন্য আরও অনেক ভাই বোন পেয়েছে যাবে।
জেস জর্ডনের এই কাহিনী কতটা সত্যি তা জানা নেই কারও। ইতিমধ্যেই এই টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
(প্রথমে এই প্রতিবেদনটি লেখার সময় হরিণের বদলে খরগোশ লেখা হয়েছিল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy