সাইবেরিয়ার মাগান শহর থেকে ২৫ জন যাত্রী নিয়ে উড়েছিল বিমানটি। ছবি: টুইটার।
বিমান তখন ১০ হাজার ফুট উঁচুতে। হঠাৎই পিছনের দরজা খুলে গেল। তা খুলে যেতেই যাত্রীদের মালপত্রগুলি উড়তে শুরু করল! বিমানের ভিতরে হু হু করে হাওয়া ঢুকতে শুরু করেছিল। মাঝ আকাশে আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তাঁরা চিৎকার করতে শুরু করেন। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রাশিয়ার এনএন-২৬-১০০ বিমানে।
বিমানে তখন ২৫ জন যাত্রী ছিলেন। বিমান ইরএয়ারো সংস্থার। সাইবেরিয়ার শহর মাগান থেকে মাদাগান যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে। সেই ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বিমানেরই এক যাত্রী। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
✈️ Nothing unusual: in Russia, the door of the plane opened right during the flight at an altitude of several kilometers
— Oriannalyla (@Lyla_lilas) January 9, 2023
An-26, flying from Magan to Magadan, suddenly depressurized - judging by the video, which was filmed by one of the passengers, the back door was half opened. pic.twitter.com/GdBFdHdRML
নিউজ়িল্যান্ড হেরল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, দরজা খুলে যাওয়ার বিষয়টি বিমানকর্মীদের চোখে পড়তেই তাঁরা বিমানটিকে মাগান শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। দ্রুত বিমানটিকে ওই অবস্থাতেই মাগান শহরে নিরাপদে নামান পাইলট। এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে বিমান সংস্থাটি জানিয়েছে।
তবে মাঝ আকাশে বিমানের দরজা খুলে যাওয়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমান সংস্থা ইরএয়ারো জানিয়েছে, কী ভাবে বিমানের দরজা খুলে গেল, তা নিয়ে তদন্ত করা হবে। ২৬ আসনের এই বিমান ১৯৭৯ থেকে চলছে সাইবেরিয়ায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy