রাশিয়ার পরে এ বার গৃহযুদ্ধ দীর্ণ সিরিয়ার হত্যালীলা চালাল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। সোমবার উত্তর সিরিয়ার মরু অঞ্চলে অন্তত ১১ জনকে তারা খুন করেছে। নিহতেরা সকলেই স্থানীয় বাসিন্দা বলে প্রকাশিত খবরে দাবি।
পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম প্রকাশিত খবরে জানানো হয়েছে, বছরের এই সময়ে উত্তর সিরিয়ার মরুভূমিতে বিশেষ এক ধরনের ভোজ্য ছত্রাক উৎপন্ন হয়। তা সংগ্রহ করতে গিয়েই নিহতেরা সেখানে ডেরা বেঁধে থাকা আইএস জঙ্গিদের খপ্পরে পড়েন। বিস্ফোরণ এবং গুলিতে তাঁদের মৃত্যু হয়। সিরিয়ার মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ ওই দলের তিন জনকে পণবন্দি বানিয়েছে জঙ্গিরা। এর আগে চলতি মাসের গোড়ায় ১৯ জন ছত্রাক সংগ্রহকারীকে খুন করেছিল আইএস বাহিনী।
আরও পড়ুন:
শুক্রবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর ক্রাসনোগরস্ক এলাকার ক্রকাস সিটি হলে একটি কনসার্ট চলাকালীন আইএস জঙ্গিদের হামলার ঘটনায় অন্তত ১৮২ জন নিহত হন। আহত শতাধিক। আইএসেপ আফগানিস্তান ও মধ্য এশিয়া শাখা আইএসকে হামলার দায় স্বীকার করেছে। ঘটনাচক্রে, গত কয়েক বছর ধরে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়ে ধারাবাহিক ভাবে আইএস ডেরায় বিমানহানা চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বায়ুসেনা। স্থলপথেও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে অংশ নিচ্ছে রুশ সেনা। তারই জবাব দিতে মস্কোর হামলা বলে কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।