Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
New Exoplanets

দু’দিন অন্তর একটি করে গ্রহের খোঁজ! ২০২২ সালে ‘ডাবল সেঞ্চুরি’ করে ফেলল নাসা

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কল্যাণে গত এক বছরে আবিষ্কার হওয়া এক্সোপ্ল্যানেটের সংখ্যাটা এক লাফে বেড়ে গিয়েছে অনেকটা। এমনটাই জানাচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

দুশো এক্সোপ্ল্যানেটের সন্ধান মিলেছে গত এক বছরে।

দুশো এক্সোপ্ল্যানেটের সন্ধান মিলেছে গত এক বছরে। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১৬:৪৫
Share: Save:

আমাদের সৌরমণ্ডলের বাইরেও রয়েছে অসংখ্য গ্রহ। যাদের জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয়ে থাকে ‘এক্সোপ্ল্যানেট’। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কল্যাণে গত এক বছরে আবিষ্কার হওয়া সেই এক্সোপ্ল্যানেটের সংখ্যাটা এক লাফে বেড়ে গিয়েছে অনেকটা। এমনটাই জানাচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে সৌরমণ্ডলের বাইরে এক্সোপ্ল্যানেট পাওয়া গিয়েছে ২০০টি। ২০২২ সালের শেষে দেখা গিয়েছিল, তখনও পর্যন্ত আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটের সংখ্যা ৫ হাজারের কিছু বেশি। ২০২২ সালে এক্সোপ্ল্যানেট পাওয়া গিয়েছে ২০০টি। সব মিলিয়ে আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটের সংখ্যা এখন ৫ হাজার ২৩৫। গত জুলাই মাসে প্রথম ছবি পাঠিয়েছিল জেমস ওয়েব টেলিস্কোপ। পাশাপাশি, পাঠিয়েছে বহু এক্সোপ্ল্যানেটের ছবিও। নাসা একটি টুইট করে জানিয়েছে, ‘‘গত বছর পর্যন্ত আমরা জানতাম এক্সোপ্ল্যানেটের সংখ্যা ৫ হাজারের সামান্য বেশি। এ বার গত বছর যখন শেষ হল তখন আমরা জানতে পারলাম, এক্সোপ্ল্যানেটের সংখ্যা ৫ হাজার ২৩৫টি। এর মধ্যে ৪ শতাংশ গ্রহ পৃথিবী এবং মঙ্গলের মতো। নতুন বছরে আরও কী জানতে পারব? আরও গ্রহ!’’

২০২২ সালে জ্যোতির্বিজ্ঞানীদের সর্বশেষ আবিষ্কার এইচডি ১০৯৮৩৩ বি নামে একটি এক্সোপ্ল্যানেট। এর আকার অনেকটা নেপচুনের মতো। আবিষ্কার হওয়া এক্সোপ্ল্যানেটের মধ্যে প্রচুর জলের ভাঁড়ার থাকতে পারে এমন গ্রহও আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

অন্য বিষয়গুলি:

New Exoplanets exoplanet NASA Space Solar System
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy