Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Amin ul Haq

ওসামা বিন লাদেনের সেই দেহরক্ষী গ্রেফতার পাকিস্তানে! কী পরিকল্পনা ছিল আল-কায়দা নেতার?

২০১১-র ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাংলোয় আমেরিকার নেভি সিল কমান্ডো বাহিনীর ‘টিম সিক্স’-এর অভিযানে নিহত হয়েছিলেন লাদেন। ধৃত আমিন তাঁর দেহরক্ষী বাহিনীর প্রধান ছিলেন।

(বাঁ দিক থেকে ) আমিন মহম্মদ উল-হক সাম খান এবং ওসামা বিন লাদেন।

(বাঁ দিক থেকে ) আমিন মহম্মদ উল-হক সাম খান এবং ওসামা বিন লাদেন। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৪ ১৭:৫৫
Share: Save:

আল-কায়দার নিহত প্রধান ওসামা বিন লাদেনের দেহরক্ষী বাহিনীর প্রধান হিসাবে অতীতে আলোচনায় এসেছে তাঁর নাম। এ বার পাকিস্তান পুলিশের সন্ত্রাস দমন বাহিনী (সিটিডি)-র হাতে গ্রেফতার হলেন সেই আল-কায়দা নেতা আমিন মহম্মদ উল-হক সাম খান।

রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের ‘সন্ত্রাসবাদী’ তালিকায় নাম থাকা আমিনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্জাব প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে বলে সরকারি সূত্রের খবর। পঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন শাখার দাবি, সেখানে নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন তিনি। সিটিডি-র তরফে জানানো হয়েছে, আমিনের বিরুদ্ধে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

২০১১-র ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাংলোয় আমেরিকার নেভি সিল কমান্ডো বাহিনীর ‘টিম সিক্স’-এর অভিযানে নিহত হয়েছিলেন লাদেন। তাঁর দেহ সমুদ্রে সমাধি দেওয়া হয়। নেভি সিলের অভিযানের সময় অ্যাবোটাবাদের সেই বাংলোয় ছিলেন না লাদেনের ঘনিষ্ঠ সহচর আমিন। সে সময় ‘সম্ভাব্য বিশ্বাসঘাতক’দের তালিকায় তাঁর নামও উঠে এসেছিল।

সিডিটি-র অভিযোগ, আফগানিস্তানে তালিবান যোদ্ধাদের বেআইনি ভাবে অস্ত্র সরবরাহের অভিযোগও রয়েছে ধৃত আল-কায়দা নেতার বিরুদ্ধে। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের জুলাইয়ে আফগানিস্তানের কাবুলে আমেরিকার ড্রোন হামলায় আল-কায়দার শীর্ষনেতা পদে লাদেনের উত্তরসূরি আয়মান আল-জওয়াহিরি নিহত হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE