Advertisement
৩১ ডিসেম্বর ২০২৪
Women in War

অর্ধেক আকাশে যুদ্ধের ছায়া! রুশ হানার আশঙ্কায় মহিলাদের সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক কোন দেশে?

প্রথম বার ডেনমার্কে মহিলাদের বাধ্যতামূলক ভাবে সামরিক বাহিনীতে যোগদানের নীতি কার্যকরের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

Amid Russia-Ukraine War Denmark to conscript women into armed forces for first time

ডেনমার্কে নারীদের জন্যও সেনায় বাধ্যতামূলক যোগদানের বিধি চালু হল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৪ ০৮:০০
Share: Save:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বড় পদক্ষেপ করল নেটো সদস্য ডেনমার্ক। প্রথম বার সে দেশে মহিলাদের বাধ্যতামূলক ভাবে সামরিক বাহিনীতে যোগদানের নীতি কার্যকরের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

ডেনমার্কে এখন শুধু পুরুষদের জন্য সেনায় বাধ্যতামূলক যোগদানের বিধি চালু রয়েছে। সে দেশের নারীরা নিজেদের ইচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। কিন্তু ডেনমার্ক সরকার ২০২৬ সাল থেকে নারীদেরও বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে যোগদানের বিধি কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বুধবার বলেন, ‘‘আমাদের সরকার সম্পূর্ণ ভাবে লিঙ্গসমতা নিশ্চিত করতে চায়। তাই এই পদক্ষেপ।’’

এর ফলে সুইডেন এবং নরওয়ের পরে ইউরোপের তৃতীয় দেশ হিসাবে ওই তালিকায় স্থান পাবে ডেনমার্ক। ঘটনাচক্রে, সুইডেন এবং নরওয়ের মতোই ডেনমার্কেও বাল্টিক সাগর থেকে রুশ হামলার আশঙ্কা রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিনির পুতিনের হুমকি উপেক্ষা করে গত বছর ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানের আধুনিক সংস্করণ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল ডেনমার্ক। তার পর থেকেই দু’দেশের মধ্যে সঙ্ঘাতের আবহ তৈরি হয়েছে। আমেরিকার লকহিড মার্টিন সংস্থার তৈরি এই যুদ্ধবিমান হাতে পাওয়ায় ইউক্রেন বায়ুসেনা সফল ভাবে রুশ হামলার মোকাবিলায় সমর্থ হয়েছে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মত।

অন্য বিষয়গুলি:

Denmark Russia Ukraine War Russia-Ukraine War NATO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy