ওয়েস্ট ব্যাঙ্কে হামলা চালাল ইজ়রায়েল সেনা। —ফাইল ছবি।
গাজ়ার পরে এ বার আর এক প্যালেস্টাইনি অঞ্চল ওয়েস্ট ব্যাঙ্কে হামলা চালাল ইজ়রায়েল সেনা। জেরুসালেম লাগোয়া ওয়েস্ট ব্যাঙ্কের নাবলুসের অদূরে ইজ়রায়েলি বাহিনী বুধবার রাতে অতর্কিতে হানা দেয় বলে অভিযোগ। তাদের এলোপাথাড়ি গুলিতে কালকিলিয়া শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া দুই শিশু-সহ সাত জন প্যালেস্টাইনি নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে সংবাদমাধ্যম আল জাজ়িরা জানিয়েছে।
প্রসঙ্গত, ভূমধ্যসাগরের তীরবর্তী গাজ়া ভূখণ্ড হামাসের দখলে থাকলেও প্যালেস্টাইনি মুক্তি আন্দোলনের অবিসংবাদী নেতা প্রয়াত ইরাসের আরাফতের তৈরি সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ইজ়রায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে।
ফাতার বাহিনীকে হটিয়েই ২০০৭ সালে গাজ়ার দখল নিয়েছিল হামাস। সে সময় স্বাধীনতাপন্থী দুই প্যালেস্টাইনি গোষ্ঠীর রক্ষক্ষয়ী লড়াইও হয়েছিল। কিন্তু গাজ়ায় যুদ্ধ পরিস্থিতিতে ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি আগ্রাসন নতুন করে প্যালেস্তিনীয় আন্দোলনকে আবার ঐক্যবদ্ধ করেছে। জুলাই মাসে বেজিংয়ের তিন দিনের আলোচনায় পরে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইর উপস্থিতিতে গাজ়ায় প্রশাসনিক ঐক্য গড়ে তুলতে দু’গোষ্ঠীর সমঝোতা সই হয়েছে। ঘটনাচক্রে, তার পরেই ওয়েস্ট ব্যাঙ্কে এই ইজরায়েলি হামলা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy