Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Israel-Hezbollah Conflict

হিজ়বুল্লার হামলা ইজ়রায়েলে, পাল্টা হানা লেবাননেও

গত সপ্তাহে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের হত্যাকণ্ডের পর থেকেই ইজ়রায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
তেল আভিভ শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৪ ০৮:৪৬
Share: Save:

ইরান ও হিজ়বুল্লার যৌথ হামলার আশঙ্কার মাঝেই উত্তর ইজ়রায়েলে আছড়ে পড়ল অসংখ্য ড্রোন আর ক্ষেপণাস্ত্র। অভিযোগের তির মূলত হিজ়বুল্লার দিকে। তারা মূলত নিশানা করেছিল ইজ়রায়েলের সামরিক ঘাঁটিগুলিতে। আকরে শহর যার মধ্যে অন্যতম। বেরুট এবং গাজ়ায় পাল্টা হামলা চালিয়েছে ইজ়রায়েলি বাহিনীও।

গত সপ্তাহে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের হত্যাকণ্ডের পর থেকেই ইজ়রায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্র হানায় হিজ়বুল্লার শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্‌রের হত্যার পরে হামলার হুমকি দিয়েছিল লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজ়বুল্লাও। এই যৌথ হানার আশঙ্কার মাঝেই আজ সকালে উত্তর ইজ়রায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহযোগে হামলা চালায় হিজ়বুল্লা। তাদের আক্রমণে ইজ়রায়েলে কমপক্ষে পাঁচ জনের আহত হওয়ার খবর মিলেছে। তবে হামলায় ইজ়রায়েলি সামরিক ঘাঁটিগুলিতে কতটা ক্ষতি হয়েছে, তা স্পষ্ট নয়।

তবে এর পাল্টা, দক্ষিণ লেবাননে আকাশপথে হামলা চালিয়েছে ইজ়রায়েলও। সূত্রের খবর, আজ মাত্র ত্রিশ মিনিটের মধ্যে তিন বার ইজ়রায়েলি যুদ্ধবিমান উড়তে দেখেছেন রাজধানী বেরুটের মানুষ। যুদ্ধবিমানের তীব্র আওয়াজের কারণে ও বড় হামলার আতঙ্কে, আশঙ্কায় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেকে। হুড়োহুড়ি পড়ে যায় লেবাননের রাজধানী জুড়ে। এখনও পর্যন্ত আকাশপথে হওয়া এই হামলার জেরে নিহত হয়েছেন হিজ়বুল্লার এক সদস্য-সহ অন্তত চার জন। আহত কমপক্ষে সাত জন।

এ দিকে, আজ সকাল থেকেই পশ্চিম ভূখণ্ডের জেনিন-সহ বেশ কিছু জায়গায় ড্রোন হামলা চালায় ইজ়রায়েল। সেনার তরফে বিস্তারিত ভাবে হামলা প্রসঙ্গে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১২ জন প্যালেস্টাইনি নাগরিক। এক জন গুরুতর ভাবে জখম। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি প্রশাসন। তবে সমাজমাধ্যমে ঘটনার একাধিক ভিডিয়ো-ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, কোথাও বুলডোজ়ার নিয়ে সেনা ঘোরাফেরা করছে। কোথাও আবার ফুটে উঠেছে গুরুতর ভাবে জখম প্যালেস্টাইনিদের ছবি। সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, আহত প্যালেস্টাইনিদের কোনও রকমের সাহায্য করার অনুমতি নেই তাঁদের। ফলে জখমদের খুব দ্রুত স্বাস্থ্যের অবনতি হচ্ছে।

গাজ়াতেও হামলা অব্যাহত ইজ়রায়েলের। জানা গিয়েছে, আজ আকাশপথে ইজ়রায়েলি বাহিনী হামলা চালিয়েছে মধ্য গাজ়ার আল-বুরিজ শিবিরে। এই ঘটনায় এখনও পর্যন্ত সেখানে নিহত হয়েছেন এক হামাস কর্তা-সহ অন্তত ৪৫ জন। আহত অন্তত ৭১।

অন্য বিষয়গুলি:

Israel-Hamas Conflict Israel-Hezbollah Conflict Hezbollah Missiles
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy