Advertisement
৩০ অক্টোবর ২০২৪
US Presidential Election 2024

ভোটে কারচুপির অভিযোগ আমেরিকাতেও! ব্যালট চুরির অভিযোগে গ্রেফতার হলেন ট্রাম্পের দলের নেতা

ধৃত নেতার নাম ল্যারি স্যাভেজ। ইন্ডিয়ানা প্রদেশ থেকে রিপাবলিকান পার্টির টিকিটে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর নির্বাচনেও লড়েছিলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৯:৫০
Share: Save:

আগাম ভোটপর্বের মধ্যেই কারচুপির অভিযোগ উঠল আমেরিকায়। ব্যালট চুরির অভিযোগে গ্রেফতার করা হল প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির এক নেতাকে!

ধৃত নেতার নাম ল্যারি স্যাভেজ। ইন্ডিয়ানা প্রদেশ থেকে রিপাবলিকান পার্টির টিকিটে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর নির্বাচনেও লড়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ইন্ডিয়ানা প্রদেশের ম্যাডিসন কাউন্টিতে একটি ভোটকেন্দ্রে ভোটপর্ব শুরুর আগে ব্যালট পরীক্ষার কাজ চলছিল। সে সময়ই তিনটি ব্যালট নিখোঁজ হয়ে যায়।

সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায় ল্যারি ভাঁজ করে ব্যালট পকেটে ঢোকাচ্ছেন। মঙ্গলবার তাঁর বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় তিনটি ব্যালট। এর পরে পুলিশ ল্যারিকে গ্রেফতার করে। আদালত বুধবার ৫০০ ডলার (প্রায় ৪২ হাজার টাকা) ব্যক্তিগত বন্ডে রিপাবলিকান নেতাকে মুক্তি দিয়েছে। প্রসঙ্গত, ৫ নভেম্বরের নির্বাচনের আগেই আমেরিকার ৪০টি প্রদেশে শুরু হয়ে গিয়েছে ব্যালট সংগ্রহ করে আগাম ভোটদানের পালা। এ বার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE