ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর সেই ‘অলৌকিক শিশু’-কে উদ্ধার করা হয়েছিল। ছবি: টুইটার।
ভূমিকম্পের জেরে বাড়ি ধসে আটকে পড়েছিল একরত্তি। ১২৮ ঘণ্টা পর সেই ‘অলৌকিক শিশু’-কে উদ্ধার করা হয়েছিল। তখন জানা গিয়েছিল, তার মা আর বেঁচে নেই। অবশেষে সুখবর! সেই একরত্তির মাও বেঁচে রয়েছে। সে কথা জানিয়েছেন ইউক্রেনের মন্ত্রী আন্তন জেরাশ্চেঙ্কো।
সোমবার একটি টুইট করেছেন আন্তন। সেখানে উদ্ধার হওয়ার পর সেই শিশুর ছবি এবং এখন মায়ের কোলে তার ছবি পাশাপাশি পোস্ট করেছেন। লিখেছেন, ‘‘এই শিশুটিকে নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের। তুরস্কে ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর শিশুটি উদ্ধার হয়েছিল। তখন প্রকাশিত হয়েছিল যে, শিশুটির মা মারা গিয়েছেন। প্রকৃত ঘটনা এই, শিশুটির মা বেঁচে রয়েছেন। অন্য একটি হাসাপাতলে তাঁর চিকিৎসা চলছে। ৫৪ দিন আলাদা থেকে ডিএনএ পরীক্ষার ফল প্রকাশের পর তাঁরা মিলিত হয়েছেন।’’
ইউক্রেনের মন্ত্রীর টুইটটি প্রায় ৫১ লক্ষ জন দেখেছেন। সমাজমাধ্যম ব্যবহারকারীরা উচ্ছ্বসিত। অনেকেই লিখেছেন, ‘অলৌকিক’ শিশুর সঙ্গে আরও এক ‘অলৌকিক’ কাণ্ড ঘটল। অনেকেই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি শিশুটির উদ্ধারের পোস্ট করেছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান। সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছিল। ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক। মারা গিয়েছিলেন প্রায় ৪৮ হাজার মানুষ। ১৯৩৯ সালের পর এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি সেখানে।
You probably remember this picture of the baby who spent 128 hours under rubble after an earthquake in Turkey. It was reported that the baby's mom died.
— Anton Gerashchenko (@Gerashchenko_en) April 2, 2023
Turns out, the mom is alive! She was treated in a different hospital. After 54 days apart and a DNA test, they are together… pic.twitter.com/T7B0paUFxL
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy