দেশের অর্থনীতি ধুঁকছে। সমস্ত অর্থ গচ্ছিত আমেরিকার ব্যাঙ্কে। বিশ্বের বহু দেশ পাশে নেই তালিবানের। এই পরিস্থিতিতে আফগানিস্তানের অর্থনীতির বেহাল অবস্থা কাটাতে চিনের সংস্থার সঙ্গে সইসাবুদ সেরে ফেলল তালিবান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের দাবি, আমু দরিয়া অববাহিকায় তেল উত্তোলনের জন্য সম্প্রতি চিনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অনুসারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আফগানিস্তান।
আফগানিস্তানের অর্থনীতিতে তাজা বাতাস আনতে তৎপর তালিবান। একাধিক সংস্থা ও বিভিন্ন দেশের সরকারের সঙ্গে বার বার আলোচনা ফলপ্রসূ হলেও বিনিয়োগের নামগন্ধ নেই। বস্তুত, তালিবানের আফগানিস্তান থেকে শতহস্ত দূরে থাকতেই ইদানীং পছন্দ আন্তর্জাতিক বিনিয়োগের। ব্যতিক্রম, চিন। এ বার শি জিনপিংয়ের দেশের একটি সংস্থা তেল খুঁজতে নামতে চলেছে আমু দরিয়ার জলে। সূত্রের খবর, আফগানিস্তানকে তেলে স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে তালিবান। এই লক্ষ্যে নতুন নতুন তেলের কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কাজেই সিলমোহর পড়ল।
আরও পড়ুন:
সূত্রের খবর, কাবুলে আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রী (অর্থনীতি) মোল্লা আব্দুল গনি বরাদর এবং চিনের রাষ্ট্রদূত ওয়াং ইউয়ের উপস্থিতিতে তালিবান ও চিনের সংস্থাটির মধ্যে চুক্তি সই হয়। জানা গিয়েছে, তেল উৎপাদনে আফগানিস্তানকে স্বনির্ভর করার লক্ষ্যে চিনের সংস্থাটির সঙ্গে ২৫ বছরের মেয়াদি চুক্তি করা হয়েছে। ‘জ়িনজিয়াং সেন্ট্রাল এশিয়া পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস কোম্পানি’ প্রথম বছরই ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে। পরের তিন বছরে আরও ৫৪ কোটি ডলার বিনিয়োগ করা হবে মোট পাঁচটি তেল ও গ্যাসের ব্লকের সন্ধানে।
আফগান কূটনীতিকদের আশা, আগামী দিনে এই চুক্তির ফলে তেল উৎপাদনে খানিকটা হলেও স্বয়ম্ভর হয়ে উঠবে আফগানিস্তান। এতে প্রতি বছর বাইরে থেকে তেল কিনতে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়, তা বন্ধ হবে। তাতেই নতুন করে প্রাণের আশায় আফগান অর্থনীতি।