জি-৭ বৈঠকে সিদ্ধান্ত ছবি: টুইটার থেকে।
তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকেই আফগানদের দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। এখনও দেশ ছাড়তে পারেননি বহু আফগান জনতা। তাঁরা চাইলে যাতে দেশ ছাড়তে পারেন সেই বিষয়েই তালিবানের সঙ্গে কথা বলতে রাজি জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলি। মঙ্গলবার বৈঠকে এই বিষয়ে সবাই একমত হয়েছেন বলেই জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠক শেষে জনসন বলেন, ‘‘জি-৭ বৈঠকে আমরা আফগানিস্তান থেকে মানুষকে বার করে আনার সঙ্গে সঙ্গে কী ভাবে তালিবানের সঙ্গে কথা চালানো হবে সেই বিষয়েও একমত হয়েছি। আমাদের প্রধান শর্ত হবে যদি ৩১ অগস্টের পরেও কেউ আফগানিস্তান ছাড়তে চান তাঁদের সুরক্ষিত ভাবে দেশ ছাড়তে দিতে হবে।’’
UK's Johnson says G7 agreed Taliban must allow departures after Aug. 31 https://t.co/EYY8CzdIY8 pic.twitter.com/bG4QueesTt
— Reuters (@Reuters) August 24, 2021
জনসন জানিয়েছেন, আফগানিস্তানের উপর তালিবানের অধিকার স্থাপনের পরে যাতে ফের সেখানে জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া না দেয় ও সেখানকার নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকে সে দিকেও নজর দিচ্ছে জি-৭। তিনি বলেন, ‘‘আফগানিস্তানে যাতে ফের জঙ্গি কার্যকলাপ বেড়ে না যায়, মাদকের উন্মুক্ত ক্ষেত্র তৈরি না হয় এবং সেখানে যাতে শিশু ও মহিলাদের শিক্ষা, অধিকার সুরক্ষিত থাকে সেই চেষ্টা করবে জি-৭। কারণ জি ৭ অন্তর্ভুক্ত দেশগুলির একটি মানবিক দৃষ্টিভঙ্গি রয়েছে।’’ সেই জন্যই তালিবানের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy