Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Afghanistan

Afghanistan: শরণার্থী আফগান বধূর প্রসব যন্ত্রণা আমেরিকার বিমানে, সন্তান-জন্ম জার্মানির বিমানবন্দরে

আমেরিকার বিমানবাহিনীর তরফে রবিবার টুইট করে এ খবর দেওয়া হয়েছে। প্রসবের পর মা এবং সন্তান দু'জনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁরা এখন সুস্থ।

আফগান মহিলাকেপ্রসবে সাহায্য করছেন আমেরিকার বায়ুসেনারা। জার্মানির র‌্যামস্টিন এয়ারবেসে। শনিবার। ছবি- টুইটারের সৌজন্যে।

আফগান মহিলাকেপ্রসবে সাহায্য করছেন আমেরিকার বায়ুসেনারা। জার্মানির র‌্যামস্টিন এয়ারবেসে। শনিবার। ছবি- টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ১২:২৮
Share: Save:

আকাশেই তীব্র প্রসবযন্ত্রণা। আফগান মহিলা মা হলেন আমেরিকার বায়ুসেনার বিমান জার্মানির মাটি ছোঁয়ার পরপরই। শনিবার।

আমেরিকার বিমানবাহিনীর তরফে রবিবার টুইট করে এ খবর দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আফগান মহিলার প্রসবযন্ত্রণা শুরু হয়েছিল বায়ুসেনার বিমান ওড়ার পরই। বিমান তখন ২৮ হাজার ফুট উচ্চতায়। বিমানের ভিতরে বায়ুচাপ কম থাকায় তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল আসন্নপ্রসবার। তাঁর দম যেন বন্ধ হয়ে আসছিল। তা দেখে বিমানের উচ্চতা খুব দ্রুত কমিয়ে আনেন আমেরিকার বিমানবাহিনীর পাইলট। যাতে বিমানের ভিতরে বায়ুচাপের পরিমাণ বাড়ে। তখনও গন্তব্য জার্মানিতে আমেরিকার বায়ুসেনা ঘাঁটি থেকে কিছুটা দূরেই ছিল সি-১৭ বিমানটি। দ্রুত আকাশ-পথ পেরিয়ে আমেরিকার বায়ুসেনার বিমানটি জার্মানির র‌্যামস্টিন এয়ারবেসে নামার প্রায় সঙ্গে সঙ্গেই সন্তান প্রসব করেন ওই আফগান মহিলা। প্রসবে সাহায্য করেন আমেরিকার বিমানবাহিনীর জওয়ানরাই। মা ও শিশুকে পরে নিয়ে যাওয়া হয় র‌্যামস্টিন এয়ারবেসের কাছাকাছি একটি হাসপাতালে।

আমেরিকার বায়ুসেনার তরফে টুইটে জানানো হয়েছে, মা ও শিশু দু’জনেই সুস্থ। ওই মহিলার মতো আর যাঁরা কাবুল ছেড়ে অন্যত্র পালাতে চাইছেন, তাঁদের কয়েক জনকে নিয়ে শুক্রবার আমেরিকার বিমানবাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের সি-১৭ বিমানটি কাবুল থেকে আকাশে ওড়ে পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে। সেখানেও কাবুল থেকে আসা কয়েকজনকে নামানোর কথা ছিল। তার পর সেখান থেকে জার্মানিতে আমেরিকার র‌্যামস্টিন এয়ারবেসে যাওয়ার জন্য আকাশে ওড়ে বিমানটি। সেই বিমানেই ছিলেন ওই শরণার্থী আফগান বধূ।

অন্য বিষয়গুলি:

Afghanistan Taliban 2.0 Kabul Airport usa Afghan Woman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy