গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় ওয়াশিংটন-কাবুল ‘সম্পর্কের নতুন অধ্যায়’ শুরু হতে পারে বলে আশাবাদী আফগানিস্তানের শাসক তালিবান। তালিবান সরকারের মুখপাত্র আবদুল কাহার বলখি এ কথা জানিয়েছেন।
২০২১ সালে আমেরিকার প্রেসিডেন্টের আসনে বসেই ডেমোক্র্যাট নেতা জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই প্রত্যাহারপর্ব শেষ হওয়ার আগে কাবুল-সহ গোটা দেশের দখল নিয়েছিল তালিবান। একদা আমেরিকার গুয়ান্তানামো বে কারাগারে বন্দি কয়েক জন তালিবান নেতা নতুন সরকারের নানা পদে বসেছিলেন। কিন্তু হোয়াইট হাউসে রিপাবলিকান ট্রাম্পের প্রত্যাবর্তন তালিবানকে নতুন সঙ্কটে ফেলতে পারে বলে মনে করছেন কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের অনেকে।
ঘটনাচক্রে, আমেরিকার প্রেসিডেন্ট পদে রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ থাকাকালীন আমেরিকায় ৯/১১ হামলা হয়েছিল। তার প্রতিক্রিয়ায় আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের খোঁজে আফগানিস্তানে হামলা শুরু করেছিল আমেরিকার নেতৃত্বাধীন নেটো বাহিনী। পতন হয়েছিল তৎকালীন তালিবান সরকারের। এই আবহে ২০২০ সালে আমেরিকা-তালিবান দোহা চুক্তির দিকে ইঙ্গিত করে কাহার বলেন, ‘‘ট্রাম্পের প্রথম মেয়াদেই কিন্তু ওই চুক্তি হয়েছিল। যার পরিণতিতে আফগানিস্তানের মাটি থেকে সেনা সরিয়েছিল আমেরিকা। আমরা আশাবাদী, দ্বিপাক্ষিক সুসম্পর্কের স্বার্থে ওয়াশিংটন বাস্তববাদী পথেই এগোবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy