নারকেল আর বৃষ্টির জল। এক মাস ধরে এটাই ছিল খাবারের সম্বল। এই খেয়েই প্রশান্ত মহাসাগরের বুকে এক মাস ধরে বেঁচে থাকতে হয়েছে চারজনকে। সঙ্গে ছিল এক দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি। যে দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁদের আট সঙ্গীর প্রাণ। নিহতদের মধ্যে ছিল একটি শিশুও। ভয়ঙ্কর এই অভিজ্ঞতা মনে করিয়ে দিচ্ছে সাহিত্যের রোমাঞ্চকর সৃষ্টিকে। যেখানে দুঃসাহসিক সামুদ্রিক অভিযানই হয়ে উঠেছে লেখকের কলমের উপজীব্য।
জুল ভার্নের ‘অ্যাড্রিফ্ট ইন দ্য প্যাসিফিক: টু ইয়ার্স ভ্যাকেশন’ আচ্ছন্ন করে রেখেছে বহু কৈশোরকে। প্রায় সে রকম এক অভিজ্ঞতাই হয়েছে পাপুয়া নিউগিনির কিছু লোকের। তাঁদের খবর প্রকাশ করেছে ‘দ্য সলোমন স্টার নিউজ’। প্রতিবেদন অনুযায়ী, তাঁরা গত ২২ ডিসেম্বর একটি ছোট্ট নৌকায় রওনা দিয়েছিলেন পাপুয়া নিউগিনির বোগেইনভিল থেকে। গন্তব্য ছিল ১০০ কিমি দূরে কার্টেরেট দ্বীপ।