আব্দুল রহমান মাক্কি ফাইল ছবি।
চিনের আপত্তিতে আটকে ছিল। বেজিং আপত্তি তুলে নেওয়ার পরেই রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকাভুক্ত হল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তইবার নেতা আব্দুল রহমান মাক্কি।
বছর আটষট্টির মাক্কি লস্কর প্রধান হাফিজ় সইদের শ্যালক। তাকে রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকাভুক্ত করতে আগেই প্রস্তাব এনেছিল ভারত ও আমেরিকা। কিন্তু রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিনের আপত্তিতে সেই প্রস্তাব পাশ হয়নি। তা নিয়ে সমালোচনার মুখে পড়ে বেজিং।
এ দিন চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘‘সন্ত্রাস মানবতার শত্রু। নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বড় হাতিয়ার। জঙ্গিদের রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত হওয়া আন্তর্জাতিক সন্ত্রাস-বিরোধী সহযোগিতার পক্ষে লাভজনক।’’ নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটির মাধ্যমেই কোনও ব্যক্তি বা সংগঠনকে জঙ্গি তালিকাভুক্ত করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার মতো পদক্ষেপ করা হয়। কিন্তু কেন চিন আগে মাক্কির তালিকাভুক্তিতে আপত্তি জানিয়েছিল, তা স্পষ্ট করেনি বেজিং।
তবে একই সঙ্গে এ দিন সন্ত্রাস-দমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে চিন। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, ‘‘পাকিস্তানে অনেক জঙ্গির সাজা হয়েছে। মাক্কির তালিকাভুক্তি সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে পাকিস্তানি ভূমিকারও স্বীকৃতি।’’
২০১৯ সালের মে মাসে জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজ়হারকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দেয় রাষ্ট্রপুঞ্জ। তাতে ভারতের বড় কূটনৈতিক জয় হয়েছিল বলে দাবি দিল্লির। কিন্তু অনেক ক্ষেত্রেই রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপে বাধা হয়ে দাঁড়াচ্ছে চিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy