উদ্ধার হওয়া কঙ্কাল। টুইটার থেকে নেওয়া ছবি।
নিলামে উঠতে চলেছে বাঘের কঙ্কাল। আগামী সপ্তাহেই নিলাম হওয়ার কথা। মনে করা হচ্ছে নিলামে সেটির দাম উঠতে পারে সাড়ে ৬৬ লাখ টাকা। ভাবছেন কী এমন আছে একটি বাঘের কঙ্কালে যে এত দামে তা নিলাম হতে পারে!
নিলাম হতে চলা বাঘের কঙ্কালটির আনুমানিক বয়স ৩ কোটি ৭০ লাখ বছর। শুধু তাই এই কঙ্কালে বাঘের সামনের দু’টি দাঁত বড় এবং ধনুকের মতো বাঁকা। যেমনটা দেখা যায় প্রাগৈতিহাসিক যুকের পশুদের নিয়ে তৈরি ফিল্মে। কঙ্কালটি আমেরিকার উত্তরাংশ থেকে উদ্ধার হয়েছে। আগামী মঙ্গলবার সুইৎজারন্ডের রাজধানী জেনেভার পিগুয়েট নিলাম ঘরে সেটি সবার সামনে আনা হবে।
কঙ্কালটি আমেরিকার সাউথ ডোকাটা-য় পাওয়া গিয়েছে। এটির ওজন প্রায় ১৬০ কেজি। এটি একটি বলিষ্ঠ ‘হপ্লোফোনাস’-এর কঙ্কাল। এই প্রাণীগুলি অনেকটা এখনকার বাঘেদের মতো দেখতে ছিল। কালের নিয়মে যারা হারিয়ে যায়। পিগুয়েটের ডিরেক্টর বার্নাড পিগুয়েট সংবাদ সংস্থাকে বলেছেন, “এই কঙ্কালটি বিরল আরও একটি কারণে। এই কঙ্কালটির প্রায় ৯০ শতাংশ উদ্ধার হয়েছে।”
For sale: 40-million-year-old sabre-toothed tiger skeleton.
— AFP News Agency (@AFP) December 3, 2020
The rare skeleton is to go under the hammer next week in Geneva, a year after its discovery on a US ranchhttps://t.co/oO08OjQT2s pic.twitter.com/Mi0vZDmMxa
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy