Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Passenger Plane

আকাশে গতির খেলা! একটি বিমানকে ওভারটেক করছে অন্য বিমান, দুর্দান্ত ভিডিয়ো প্রকাশ্যে

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। নেটদুনিয়ার নজর কেড়েছে সেই ভিডিয়ো। যদিও দাবি করা হচ্ছে ভিডিয়োটি অনেক পুরনো। সম্ভবত, এই বিরল দৃশ্যের কারণেই ফের ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

দুই বিমানের ওভারটেকের খেলা। ছবি সৌজন্য ইউটিউব।

দুই বিমানের ওভারটেকের খেলা। ছবি সৌজন্য ইউটিউব।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৫
Share: Save:

একটি গাড়ি ওভারটেক করছে আর একটি গাড়িকে। রাস্তায় গতির খেলার এই দৃশ্য হামেশাই দেখা যায়। কিন্তু আকাশে গতির খেলা কখনও চাক্ষুষ করেছেন? তা-ও আবার দুই যাত্রিবাহী বিমানের মধ্যে!

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। নেটদুনিয়ার নজর কেড়েছে সেই ভিডিয়ো। যদিও দাবি করা হচ্ছে ভিডিয়োটি অনেক পুরনো। সম্ভবত, এই বিরল দৃশ্যের কারণেই ফের ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

প্রথম দেখাতেই মনে হতে পারে এটি কোনও ভিডিয়ো গেম। কিন্তু না, বাস্তবেই আকাশে দুই যাত্রিবাহী বিমানের গতির খেলা দেখা গিয়েছে। ৩৫ সেকেন্ডের ওই ভিডিয়োয় ক্যামেরার ফ্রেমে প্রথমে একটি সাদা রঙের বিমান ধরা পড়েছিল। সাদা ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটি গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ফ্রেমে ধরা পড়ল আরও একটি বিমান। নীলচে-হলদে রঙের সেই বিমানটি যেন তার সামনের বিমানটিকে ধাওয়া করছিল।

প্রথম বিমানটি ছিল বোয়িং ৭৩৭, আর দ্বিতীয় বিমানটি বোয়িং ৭৪৭। এয়ারলাইন্সরেটিংস ডট কম-এর প্রতিবেদন অনুযায়ী, বোয়িং ৭৩৭ বিমানটি ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল। ৭৪৭ বিমানটি ছিল ৩৫ হাজার ফুট উচ্চতায়। আর এই দু’টি বিমানের ওভারটেকের খেলা ক্যামেরবন্দি করেছেন বোয়িং ৭৭৭ বিমানের পাইলটরা। বোয়িং ৭৭৭ বিমানটি তখন ৩৩ হাজার ফুট উচ্চতায় ছিল। ফলে এই অসাধারণ এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে পেরেছেন ওই বিমানের পাইলটরা। দাবি করা হচ্ছে, এই গতির খেলা দেখা গিয়েছে ইরাকের রাজধানী বাগদাদের আকাশে।

অন্য বিষয়গুলি:

Passenger Plane Overtake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE