দুই বিমানের ওভারটেকের খেলা। ছবি সৌজন্য ইউটিউব।
একটি গাড়ি ওভারটেক করছে আর একটি গাড়িকে। রাস্তায় গতির খেলার এই দৃশ্য হামেশাই দেখা যায়। কিন্তু আকাশে গতির খেলা কখনও চাক্ষুষ করেছেন? তা-ও আবার দুই যাত্রিবাহী বিমানের মধ্যে!
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। নেটদুনিয়ার নজর কেড়েছে সেই ভিডিয়ো। যদিও দাবি করা হচ্ছে ভিডিয়োটি অনেক পুরনো। সম্ভবত, এই বিরল দৃশ্যের কারণেই ফের ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
প্রথম দেখাতেই মনে হতে পারে এটি কোনও ভিডিয়ো গেম। কিন্তু না, বাস্তবেই আকাশে দুই যাত্রিবাহী বিমানের গতির খেলা দেখা গিয়েছে। ৩৫ সেকেন্ডের ওই ভিডিয়োয় ক্যামেরার ফ্রেমে প্রথমে একটি সাদা রঙের বিমান ধরা পড়েছিল। সাদা ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটি গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ফ্রেমে ধরা পড়ল আরও একটি বিমান। নীলচে-হলদে রঙের সেই বিমানটি যেন তার সামনের বিমানটিকে ধাওয়া করছিল।
প্রথম বিমানটি ছিল বোয়িং ৭৩৭, আর দ্বিতীয় বিমানটি বোয়িং ৭৪৭। এয়ারলাইন্সরেটিংস ডট কম-এর প্রতিবেদন অনুযায়ী, বোয়িং ৭৩৭ বিমানটি ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল। ৭৪৭ বিমানটি ছিল ৩৫ হাজার ফুট উচ্চতায়। আর এই দু’টি বিমানের ওভারটেকের খেলা ক্যামেরবন্দি করেছেন বোয়িং ৭৭৭ বিমানের পাইলটরা। বোয়িং ৭৭৭ বিমানটি তখন ৩৩ হাজার ফুট উচ্চতায় ছিল। ফলে এই অসাধারণ এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে পেরেছেন ওই বিমানের পাইলটরা। দাবি করা হচ্ছে, এই গতির খেলা দেখা গিয়েছে ইরাকের রাজধানী বাগদাদের আকাশে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy