শুঁড়ের সাহায্যে ছবি আঁকছে হাতি।
হাতিদের কাণ্ডকারখানার ভিডিয়ো প্রায়ই নেটমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। কখনও শিশু হাতির স্নানের দৃশ্য, কখনও কাদায় গড়াগড়ি খাওয়া কিংবা কখনও বলিউডের গানে নাচ। এ বারও ভাইরাল সে রকমই একটি ভিডিয়ো। শুঁড়ের সাহায্যে রংতুলি দিয়ে ক্যানভাসে নিজেরই প্রতিকৃতি আঁকছে গজরাজ। পাশেই দাঁড়িয়ে আছেন প্রশিক্ষক। তিনিই তুলিতে রং মাখিয়ে দিচ্ছেন। আর হাতিটি শুঁড়ের সাহায্যে ওই তুলিটি শক্ত করে ধরে ক্যানভাসের উপর বুলিয়ে যাচ্ছে। নেটমাধ্যমে এই দৃশ্য তাক লাগিয়ে দিয়েছে নেটাগরিকদের। মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়।
A painting by an elephant in Thailand sold for $5.5k+ in an online fundraiser for the Maetang Elephant Camp.
— NowThis (@nowthisnews) July 6, 2021
The painting shows a silhouette of 9-year-old elephant Nong Thanwa and her friend Dumbo. Nong painted it herself using her trunk 🐘🎨 pic.twitter.com/r0rR57Kafk
টুইটার থেকে জানা গিয়েছে, হাতিটির বয়স ৯ বছর। নং থানওয়া নামেই সে পরিচিত। থাইল্যান্ডের মেইট্যাঙ হাতি সংরক্ষণশালার রক্ষণাবেক্ষণের জন্য অর্থ সংগ্রহ চলছে অনলাইনে। একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। সেখানেই দেখানো হয় ওই ছবি। তবে শুধু ছবি আঁকাতেই শেষ নয়। প্রায় ৪ লাখ ১১ হাজার টাকায় বিক্রিও হয়েছে নং ও তার বন্ধু ‘ডাম্বো’র ওই সিল্যুয়েট ছবিটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy