উইনস্টন-এর ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া ছবি।
বাড়ির কেউ লোভনীয় কিছু খেলেই তাতে পোষ্যের একটি ভাগ বাঁধা, সেটাও আবার ছোটখাটো নয়, বড় অংশ। সেটা পোষ্য এবং তার পালক, সবাই জানেন। কিন্তু তার পালক যদি তাকে কিছুই না দিয়ে নিজে খেতে থাকেন, তবে কেমন হবে? নিঃসন্দেহে খুব খারাপ হবে বিষয়টা। কতটা খারাপ হতে পারে, তা এই পোষ্যটির মুখ দেখলেই বুঝতে পারবেন।
ইনস্টাগ্রামে ‘উইন দ্যা গোল্ডেন’ নামে একটি পেজে এমনই এক ভিডিয়ো পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সোফায় বোসে কিছু একটা খাচ্ছেন। আর তাঁর সামনেই বসে রয়েছে পোষ্য গোল্ডেন রিট্রিভারটি। কিন্তু তাকে সেই খাবারের ভাগ দেওয়া হচ্ছে না। সে যে বিষয়টি মোটেই খুব ভাল ভাবে নেয়নি, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে।
গোল্ডেন রিট্রিভারটি তার পালকের খাওয়ার দিকে অপলকে তাকিয়ে রয়েছে। আর তার চোখে-মুখে ভেসে উঠেছে এক করুণ দৃষ্টি। যেন বলতে চাইছে, “আমাকে না দিয়ে খেতে পারলে?” তৃতীয় কেউ পোষ্য ও তার পালককে পর্যায়ক্রমে ক্যামেরাবন্দি করেছেন। পরে যেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়।
আরও পড়ুন: জ্বলন্ত বাড়ির বারান্দা থেকে ফেলে দেওয়া শিশুকে লুফে নিলেন প্রাক্তন নৌসেনা
আরও পড়ুন: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কনটেনমেন্ট জোনগুলি দেখে নিন
গোল্ডেন রিট্রিভারটির নাম উইনস্টন বলে জানা গিয়েছে, বয়স আড়াই বছরের কাছাকাছি। তাদের এই ভিডিয়োটি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। চার দিনে পোস্টটি পাঁচ হাজারের বেশি ভিউ পেয়েছে। সেই সঙ্গে কমেন্টে উইনস্টনের জন্য প্রচুর ভালবাসা প্রকাশ করেছেন নেটাগরিকরা।
দেখুন সেই পোস্ট:
ইনস্টায় উইনস্টনের ফলোয়ারের সংখ্যা প্রায় ৬২ হাজার। এই পেজের পোস্টগুলিতে লোকেশনে দেখা যাচ্ছে আমেরিকার নর্থ ক্যারোলিনার নাম। উইনস্টনের এই পেজে এমন অনেক মজার মজার ভিডিয়ো রয়েছে। সেগুলিও প্রচুর ভালবাসা পেয়েছে।
দেখুন সেই পোস্ট:
I feel as though I’m not getting the attention I deserve
I hope everyone’s MDW is with the people you love ❤️
Makin sure da hoomans stay fit during quarantine 🏋🏽♂️
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy